১২ মার্চ, ২০২০ ১৬:১৪
সিলেট গণজাগরণ মঞ্চের সংগঠক জগৎজ্যোতি তালুকদারের হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষার্থী।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একই স্থানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মৃন্ময় দাশ ঝুটন বলেন, শহিদ জগৎজ্যোতি তালুকদারের হত্যার বিচারের দাবিতে আজকে আমাদের এই মানববন্ধন। জামায়াত-শিবিরের হামলায় ২০১৩ সালের ২ মার্চ বিশ্ববিদ্যালয় গেইটের পাশে পাম্পের সামনে নির্মমভাবে হত্যার শিকার হন তিনি। দীর্ঘ সাত বছর পেরিয়ে গেলেও এই বিচারের কোন সুরাহা হয়নি। আমরা এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করছি।
সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদক খলিলুর রহমান, উপ-দপ্তর সম্পাদক সজিবুর রহমান, সামাজিক বিজ্ঞান অনুষদের সহ-সভাপতি মামুন শাহ, উপ-ত্রাণ ও দুর্যোগ সম্পাদক ইমরান আহমেদ চৌধুরী, উপ-সমাজসেবা সম্পাদক শাহাদাত হোসেন সীমান্ত, শফিকুল ইসলাম শফিক, রাকিবুল হাসান ধ্রুব, নাঈম ইসলাম, এবাদুর রহমান মঈনুল, মোশাররফ হোসেন, নজরুল ইসলাম রাকিব, জোবায়েদ ইসলাম জয়, অনুপম সরকার, নাজমুল হুদা অভি, সৌরভ দাশ প্রমুখ।
আপনার মন্তব্য