শাবি প্রতিনিধি

১৬ মার্চ, ২০২০ ২০:১৪

শাহজালাল ইউনিভার্সিটি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে অবস্থিত ‘শাহজালাল ইউনিভার্সিটি স্কুল’ এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী-২০২০ সম্পন্ন হয়েছে।

সোমবার (১৬ মার্চ) সকাল ১০ টায় স্কুলের খেলার মাঠে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, কোমলমতি শিক্ষার্থীদের শরীর ও মন সতেজ রাখতে খেলাধুলার বিকল্প নেই। বিশ্ববিদ্যালয় প্রশাসন বিদ্যালয়টিকে কলেজে রূপান্তরের জন্য তৎপরতা অব্যাহত রেখেছে। ইতোমধ্যে একটি ছয়তলা বিদ্যালয় ভবন নির্মাণের কাজ শুরু হয়েছে।

অনুষ্ঠানে শাহজালাল ইউনিভার্সিটি স্কুলের প্রধান শিক্ষক অধ্যাপক আতাউর রহমানের সভাপতিত্বে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য দেন স্কুল অব ম্যানেজিং কমিটির সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের এপ্লাইড সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মুশতাক আহমেদ। এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক শিকান্দার আলী ও অধ্যাপক মোহাম্মদ রাজিক মিয়া প্রমুখ।

পরবর্তীতে বিভিন্ন ইভেন্টে জয়ী প্রতিযোগীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

আপনার মন্তব্য

আলোচিত