শাবি প্রতিনিধি

০৫ মে, ২০২০ ২৩:১৮

শাবি শিক্ষার্থী আবদুল্লাহ আল হাসানের জীবন বাঁচাতে এগিয়ে আসুন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স (এফইএস) বিভাগের ২০০৮-০৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল হাসান কিডনি সমস্যায় আক্রান্ত। তার জীবন বাঁচাতে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার আহবান জানান বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

জানা যায়, বর্তমানে তার দুটো কিডনী ৯০ শতাংশের উপরে অকেজো হয়ে পড়েছে। অতি শীঘ্রই তার কিডনী ট্রান্সপ্লান্ট জরুরি। তার সপ্তাহে ৩ দিন ডায়ালাইসিস করতে হচ্ছে। তার পরিবার গত দুই মাস ধরেই খরচ বহন করে যাচ্ছে। যা ট্রান্সপ্লান্টের পূর্ব পর্যন্ত চালিয়ে যেতে হবে।

করোনা পরিস্থিতিতে ট্রান্সপ্ল্যান্ট বিলম্ব হচ্ছে বিধায় খরচের পরিমাণ বাড়ছে। এই ডায়ালাইসিস এবং ট্রান্সপ্লান্ট বাবদ প্রায় ৪০ থেকে ৪৫ লক্ষ টাকা প্রয়োজন হবে বলে জানান চিকিৎসকরা। যা তার পরিবারের পক্ষে বহন করা সম্ভব হচ্ছে না। তাই বিভাগের পক্ষ থেকে এই মানবিক সহযোগিতার আহবান জানানো হয়েছে।

চিকিৎসায় সাহায্য পাঠানোর মাধ্যম:

বিকাশ নাম্বার (পারসোনাল):
01791069892_Dr. Swapan Sarker (Faculty, FES, SUST)
01917174537_Dr. Mohammed Abu Sayed Arfin Khan (Faculty, FES, SUST)
01834532951_ Anup Datta (Faculty, FES, SUST)
01718698145 _ Md. Adnan (FES, 08-09, SUST)
01611275875 _Ismail Hossain Tafader (FES, 08-09, SUST)
রকেট নাম্বার:
01687623240-9(Agent) _ Mehedi (FES, 08-09)
01717542848-6(Personal)_Ismail (FES,08-09)
ব্যাংক একাউন্ট নাম্বার:
A/C No- 201.151.151581
F.E.S TREATMENT FUND
Dutch Bangla Bank Limited
Amborkhana Branch, Sylhet
Swift Code: DBBLBDDH,
Routing no. 090910047
PayPal A/C- [email protected] (Faculty, FES, SUST)

আপনার মন্তব্য

আলোচিত