
১৫ মে, ২০২০ ১৪:৪৪
লিডিং ইউনিভার্সিটির ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ ও লিডিং ইউনিভার্সিটি ট্যুরিস্ট ক্লাবের যৌথ উদ্যোগে শিক্ষক ও শিক্ষার্থীদের অনুদানে অসহায় প্রতিবন্ধী ও দরিদ্র জনগোষ্ঠীদের ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১২ মে) সিলেট নগরীর বিভিন্ন স্থানে অসহায়দের এ সকল খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বিজ্ঞাপন
ভালো থাকুক আমাদের সমাজের এই মানুষগুলো, তাদের মুখের হাসি এবং তাদের খুশীই হোক আমাদের খুশী এই ধারণা পোষণ করেই শিক্ষার্থীরা এ উদ্যোগ নিয়েছেন বলে জানান বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান মো. মাহবুবুর রহমান এবং ট্যুরিস্ট ক্লাবের উপদেষ্টা মো. আব্দুল হালিম।
আপনার মন্তব্য