
০৪ জুন, ২০২০ ১৫:১৯
কিংবদন্তি পরিচালক এবং চিত্রনাট্যকার বাসু চট্টোপাধ্যায় মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর। বৃহস্পতিবার মুম্বাইয়ে তিনি মারা যান।
বিজ্ঞাপন
বাসু চ্যাটার্জি ভারত ছাড়াও বাংলাদেশের সিনেমাপ্রেমিদের কাছে পরিচিত ছিলেন হঠাৎ বৃষ্টি সিনেমার কারণে। ১৯৯৮ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমায় অভিনয় করেন বাংলাদেশের চিত্রনায়ক ফেরদৌস এবং ভারতের প্রিয়াঙ্কা ত্রিবেদি।
পারিবারিক সুত্রে জানা গেছে, দীর্ঘ দিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি।
তার পরিচালিত বিখ্যাত সিনেমাগুলি হল 'সারা আকাশ', 'পিয়া কে ঘর', 'খাট্টা মিঠা', 'চক্রব্যুহ', 'বাতো বাতো মে', 'জিনা ইহা','আপনে পেয়ারে'। দূরদর্শনে প্রচারিত জনপ্রিয় টিভি সিরিজ 'ব্যোমকেশ বক্সি' এবং 'রজনি' -ও তার পরিচালনা।
আপনার মন্তব্য