সিলেটটুডে ডেস্ক

০৮ অক্টোবর, ২০২০ ২১:৩০

বোরকা পরেও নিরাপদ নেই মেয়েরা : মিম

দেশের একের পর এক ধর্ষণের ঘটনা ঘটেই চলছে। শিশু থেকে বৃদ্ধা- সকলেই নিপীড়নের শিকার হচ্ছেন। ঘরে-বাইরে সবখানেই আক্রান্ত নারী।

ধর্ষণের বিরুদ্ধে দেশজুড়ে তীব্র আন্দোলন শুরু হয়েছে। সরকারও ধর্ষণবিরোধী আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে। শিশু থেকে শুরু করে মাদ্রাসা ছাত্র পর্যন্ত ধর্ষণের শিকার হলেও কেউ ধর্ষণের জন্য নারীর পোষাককে দায়ী করে থাকেন।

এ নিয়ে অভিনেত্রী বিদ্যা সিনহা মিম বৃহস্পতিবার ফেসবুকে লেখেন

বোরকা পরেও নিরাপদ নেই মেয়েরা। ধর্ষণ কি কমছে? এর শেষ কোথায়? মেয়ে হয়ে জন্ম নেয়াটাই কি পাপ? তুমি ধর্ষক, তোমার জন্মটাতো মেয়ের গর্ভেই। পৃথিবীর আলোতো কোনো মেয়েই দেখিয়েছে তোমাকে। তবে কেন মেয়ের প্রতি এতো তৃষ্ণা? অন্য মেয়েকে স্পর্শ করতে কি ভেসে আসে না মায়ের চেহারাটা? তুমি পুরুষ না, কারণ তোমার পুরুষত্বে কালিমা আছে, তুমি মানুষ না, কারণ তোমার বিবেকের অভাব , তুমি ধর্ষক। yes, you are a rapist. Pls #STOPRAPE.

প্রতিটা ধর্ষককে উন্মুক্ত স্থানে এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হোক। চিনিয়ে দেয়া হোক ওরা ধর্ষক, ওদের বিচার এভাবেই হবে।

আপনার মন্তব্য

আলোচিত