সিলেটটুডে ডেস্ক

২৬ এপ্রিল, ২০২১ ১৭:১৬

সেরা অভিনেতা হপকিন্স, অভিনেত্রী ম্যাকডোরমান্ড

সবচেয়ে বেশি বয়সে অস্কার জিতে রেকর্ড গড়লেন অভিনেতা অ্যান্থনি হপকিন্স। দ্য ফাদার সিনেমায় অভিনয়ের জন্য তার এই অর্জন। ৮৩ বছয় বয়সী এ অভিনেতা দ্বিতীয়বারের মতো ঘরে নিলেন অস্কার।

ফ্রান্সের লি পেহ নাটক অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন ফ্লোহিয়ো জিলা। এটি তার প্রথম পরিচালিত সিনেমা। নাটকটির বই প্রকাশ পায় ২০১২ সালে। এর সহ-রচয়িতাও ছিলেন পরিচালক।

অন্যদিকে অভিনেত্রী ম্যাকডোরমান্ড নিয়ে ফেললেন তৃতীয়বার অস্কার জেতার স্বাদ। ৯৩তম আসরে সেরা অভিনেত্রীর অস্কার জিতে তৃতীয়বারের মতো ট্রফিটি হাতে তুললেন তিনি।

সেরা অভিনেত্রী বিভাগে আর একবার অস্কার জিতলেই একই বিভাগে চারবার অস্কার জেতা ক্যাথরিন হেপবার্ণকে ছুঁয়ে ফেলবেন তিনি।

এর আগে ১৯৯৭ সালে ফার্গো এবং ২০১৮ সালে থ্রি বিলবোর্ড আউটসাইড এবিং, মিজরি সিনেমার জন্য সেরা অভিনেত্রীর অস্কার পান ম্যাকডোরমান্ড।

এবার নোম্যাডল্যান্ড সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কারটি এল তার ঘরে। এই সিনেমাটির চিত্রনাট্যও ননফিকশন অবলম্বনে।

জেসিকা বার্ডারের লেখা ‘নোম্যাডল্যান্ড: সার্ভাইভিং আমেরিকা ইন দ্য টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি’ সিনেমাটির মূল অনুপ্রেরণা।

আপনার মন্তব্য

আলোচিত