সিলেটটুডে ডেস্ক

১০ ডিসেম্বর, ২০২১ ২২:০৮

নয় প্রতিষ্ঠানকে মহাকাল নাট্য সম্প্রদায়ের সম্মাননা

বাংলাদেশে ৫০ বছর ধরে যে সকল প্রতিষ্ঠান সংস্কৃতিচর্চা, মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুকে নিয়ে নিয়মিত গবেষণা ও প্রসারে ভূমিকা রেখে চলেছে, এমন ৯টি প্রতিষ্ঠানকে বঙ্গবন্ধু ও স্বাধীনতা নাট্যোৎসবের অংশ হিসেবে সম্মাননা প্রদান করেছে মহাকাল নাট্য সম্প্রদায়।

শুক্রবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় এই সম্মাননা দেওয়া হয়।

প্রতিষ্ঠানগুলো হলো মুক্তিযুদ্ধ জাদুঘর, সিরাজগঞ্জ উত্তরণ মহিলা সংস্থা, থিয়েটার পত্রিকা, উদীচী শিল্পী গোষ্ঠী, ছায়ানট, বাংলাদেশ গ্রাম থিয়েটার, কেন্দ্রীয় কঁচি-কাচার মেলা, পিপলস থিয়েটার এসোসিয়েশন এবং বাংলাদেশ থিয়েটার আর্কাইভস।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ জাদুঘরের পক্ষে সম্মাননা গ্রহণ করেন ডা. সারওয়ার আলী, কেন্দ্রীয় কচি-কাঁচার মেলার পক্ষে শিল্পী আবুল বারক আলভী, উদীচীর পক্ষে জামশেদ আনোয়ার তপন, ছায়ানটের পক্ষে লাইসা আহমেদ লিসা,থিয়েটার আর্কাইভসের পক্ষে ড.বাবুল বিশ্বাস, থিয়েটার বিষয়ক ত্রৈমাসিক পত্রিকা ‘থিয়েটার’ এর পক্ষে খুরশীদ আলম, সিরাজগঞ্জ উত্তরণের পক্ষে মুক্তিযোদ্ধা রাহিলা বেগম ও আসিফা চৌধুরী, গ্রাম থিয়েটারের পক্ষে কামরুল হাসান এবং পিপলস থিয়েটার। সম্মাননা প্রদানের আগে প্রতিটি প্রতিষ্ঠানকে নিয়ে নির্মিত তথ্যচিত্র প্রদর্শন ও ধারা বর্ণনা করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক এ্যাডভোকেট আফজাল হোসেন।

সম্মাননা প্রদান শেষে মঞ্চায়িত হয় মহাকাল নাট্য সম্প্রদায়ের নাটক মহাপ্রয়াণের শোক আখ্যান শ্রাবণ ট্রাজেডি।

আপনার মন্তব্য

আলোচিত