২৮ আগস্ট, ২০২২ ০৩:৩৪
গল্পে নাটকীয়তা, অ্যাকশন, স্টাইল, চকচকে সেট এসবের কারণে ভারতে এখন দক্ষিণি সিনেমার জনপ্রিয়তা তুঙ্গে।
বলিউডের একের পর এক সিনেমা বক্স অফিসের মুখ থুবড়ে পড়ার সময়ে গোটা ভারতের বক্স অফিসে বড় একটা নাড়া দিয়েছে দক্ষিণি সিনেমা। ফলে বলিউডের বড় তারকাদের মধ্যেও দক্ষিণের ছবিতে অভিনয়ের প্রবণতা বাড়ছে।
অজয় দেবগান, আলিয়া ভাট, সঞ্জয় দত্তদের মতো বলিউড স্টারদের পর এবার সালমান খানের নাম সেই তালিকায় যুক্ত হলো। তেলেগু ছবি ‘গডফাদার’-এ দক্ষিণি সুপারস্টার চিরঞ্জীবীর সঙ্গে দেখা যাবে সালমান খানকে।
ইতোমধ্যে মুক্তি পেয়েছে এ সিনেমার টিজার। ১ মিনিট ৩৩ সেকেন্ডের এই টিজারে শেষ ১৫ সেকেন্ডে দেখা যাবে সালমান খানকে।
টিজারে চিরঞ্জীবীকে দেখা যাচ্ছে গডফাদারের ভূমিকায়। গডফাদারের ছোট ভাইয়ের ভূমিকায় সালমানকে দেখা যাবে। চিরঞ্জীবীকে টিজারে অভূতপূর্ব অ্যাকশন করতে দেখা গেছে। সেখানেই বাইক স্টান্ট করতে দেখা গেছে বলিউড হিরো সালমানকে।
এ সিনেমায় চিরঞ্জীবীর বিপরীতে অভিনয় করবেন নয়নতারা। মোহন রাজ পরিচালিত গডফাদার একটি রাজনৈতিক অ্যাকশন সিনেমা। ২০১৯ সালের মালায়ালাম ছবি ‘লুসিফার’-এর অফিশিয়াল রিমেক এই ‘গডফাদার’। আগামী ৫ অক্টোবর মুক্তি পেতে যাচ্ছে ‘গডফাদার’।
আপনার মন্তব্য