সিলেটটুডে ডেস্ক

১৯ মে, ২০২৩ ০১:২৬

শুক্রবার যাত্রা শুরু করছে ‘গ্রিন টেলিভিশন’

দেশে আরও একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের যাত্রা শুরু হচ্ছে। রংধুন গ্রুপ চালু করতে যাচ্ছে ‘গ্রিন টেলিভিশন’ নামের এই চ্যানেলটি।

শুক্রবার (১৯ মে) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় টেলিভিশনটির পূর্ণাঙ্গ সম্প্রচার অনুষ্ঠানের উদ্বোধন করবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

তোমার চোখে বিশ্ব দেখি—এই স্লোগান সামনে রেখে যাত্রা শুরু করেছে টেলিভিশনটি।

গ্রিন মাল্টিমিডিয়া লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, ৩০০ ফুট পূর্বাচল এক্সপ্রেস হাইওয়ে-সংলগ্ন অনুষ্ঠানস্থলে সন্ধ্যা ৬টায় আসন গ্রহণ করবেন অতিথিরা। রাত ৮টার দিকে এর শুভ উদ্বোধন করা হবে।

বর্তমানে দেশে অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেলের সংখ্যা ৪৫টি। এর মধ্যে সম্প্রচারে রয়েছে ৩৫টি টেলিভিশন চ্যানেল।

আপনার মন্তব্য

আলোচিত