সিলেটটুডে ডেস্ক

২৪ ডিসেম্বর, ২০২৩ ১১:৩৬

অস্কারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ

একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) ৯৬তম আসরের ১০ বিভাগের চলচ্চিত্রের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে। এতে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগের জন্য টিকেছে ১৫টি ছবি।

এগুলোর মধ্য থেকে পাঁচটি সিনেমা একাডেমির সব শাখার সদস্যদের ভোটে চূড়ান্ত মনোনয়ন পাবে।

গত বৃহস্পতিবার এ তালিকা প্রকাশ করেছে অস্কারের আয়োজক একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস কর্তৃপক্ষ।

অস্কারের আন্তর্জাতিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের তালিকায় রয়েছে আর্মেনিয়ার ছবি ‘আমেরিকেৎসি’, ভুটানের ‘দ্য মঙ্ক অ্যান্ড দ্য গান’, ডেনমার্কের ‘দ্য প্রমিসড ল্যান্ড’, ফিনল্যান্ডের ‘ফলেন লিভস’, ফ্রান্সের ‘দ্য টেস্ট অব থিংস’, জার্মানির ‘দ্য টিচার্স লাউঞ্জ’, আইসল্যান্ডের ‘গডল্যান্ড’, ইতালির ‘ইও ক্যাপিতানো’, জাপানের ‘পারফেক্ট ডেজ’, মেক্সিকোর ‘তোতেম’, মরক্কোর ‘দ্য মাদার অব অল লাইস’, স্পেনের ‘সোসাইটি অব দ্য স্নো’, তিউনিসিয়ার ‘ফোর ডটার্স’, ইউক্রেনের ‘টোয়েন্টি ডেজ ইন মারিউপোল’, যুক্তরাজ্যের ছবি ‘দ্য জোন অব ইন্টারেস্ট’।

এ ছাড়া বাকি বিভাগগুলোর মধ্যে সংক্ষিপ্ত তালিকায় রয়েছে ১৫টি প্রামাণ্য চলচ্চিত্র, ১৫টি স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র, ১৫টি স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেডসহ আরও বেশ কিছু ছবি।

২০২৪ সালের ১১ থেকে ১৬ জানুয়ারি চূড়ান্ত মনোনয়নের জন্য ভোট গ্রহণ করা হবে। এরপর ৯৬তম একাডেমি অ্যাওয়ার্ডসের ২৩টি প্রতিযোগিতামূলক বিভাগের মনোনয়ন তালিকা ঘোষণা করা হবে ২৩ জানুয়ারি।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের হলিউডের ডলবি থিয়েটারে জমকালো আসরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে ১০ মার্চ। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন জিমি কিমেল। বাংলাদেশসহ বিশ্বের ২০০টিরও বেশি দেশে সরাসরি দেখানো হবে এই আয়োজন।

আপনার মন্তব্য

আলোচিত