সিলেট টুডে ডেস্ক

১৯ মার্চ, ২০২৪ ১৯:০৩

বাবা-মায়ের পাশেই শায়িত খালিদ

চাইম ব্যান্ডের মূল ভোকাল ও জনপ্রিয় কণ্ঠশিল্পী খালিদকে তার বাবা-মায়ের কবরের পাশেই সমাহিত করা হয়েছে। আজ মঙ্গলবার (১৯ মার্চ) বাদ জোহর গোপালগঞ্জ শহরের গেটপাড়ার কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন তিনি। তার আগে শহরের কোর্ট মসজিদে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। সেই জানাজায় স্থানীয়রা অংশ নেন। এসময় উপস্থিত ছিলেন প্রখ্যাত গীতিকার, সুরকার, সংগীত পরিচালক প্রিন্স মাহমুদসহ আরও অনেকেই। 

গতকাল সোমবার (১৮ মার্চ) সন্ধ্যায় হৃদরোগে আক্রান্ত হন তিনি। রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খালিদের মৃত্যুতে দেশের সংগীতভুবনে শোকের ছায়া নেমে আসে। 

গতকাল রাত ১১টায় ঢাকার গ্রিন রোড জামে মসজিদে প্রথম জানাজা শেষে খালিদের মরদেহ নিয়ে রাতেই গোপালগঞ্জের উদ্দেশে রওনা করে স্বজনরা। রাত সাড়ে ৩টায় গোপালগঞ্জ শহরের বাসায় পৌঁছায় খালিদের নিথর দেহ।

 ‘যতটা মেঘ হলে বৃষ্টি নামে’, ‘কোনো কারণেই ফেরানো গেল না তাকে’,যদি হিমালয় হয়ে–এর মতো জনপ্রিয় গানের গায়ক এই শিল্পী।

আপনার মন্তব্য

আলোচিত