বিনোদন ডেস্ক

২৯ জানুয়ারি, ২০১৬ ১৭:১৭

ফেব্রুয়ারীতে মুক্তি পাচ্ছে হুমায়ূন আহমেদের ‘কৃষ্ণপক্ষ’

প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘কৃষ্ণপক্ষ’ উপন্যাস অবলম্বনে নির্মিত একই নামের চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার কথা ছিল নভেম্বরে। তবে প্রধান অভিনেতা রিয়াজের আকস্মিক অসুস্থতায় পিছিয়ে যায় কাজ। চলতি বছরের ফেব্রুয়ারিতে অবশেষে মুক্তি পাচ্ছে হুমায়ূনপত্নী মেহের আফরোজ শাওন পরিচালিত প্রথম সিনেমাটি।

গত বুধবার বিনা কর্তনে সেন্সর বোর্ডের ছাড়পত্র পায় সিনেমাটি। ‘কৃষ্ণপক্ষ’ সিনেমার সহকারী পরিচালক জুয়েল রানা জানান, সিনেমাটি মুক্তি দেয়া হবে আগামী ২৬ ফেব্রুয়ারি। এই ছবিতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন রিয়াজ ও মাহিয়া মাহি। ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় সিনেমায় আরো অভিনয় করেছেন ফেরদৌস, তানিয়া আহমেদ, মৌটুসি বিশ্বাস, আজাদ আবুল কালাম, কায়েস আহমেদ, ফারুক আহমেদ প্রমুখ।

গত বছরের ২ অক্টোবর সিনেমাটির শুটিং শুরু হয়। উদ্দেশ্য ছিলো ১৩ নভেম্বর হুমায়ূন আহমেদের জন্মদিনে মুক্তি দেয়ার। কিন্তু শুটিংয়ের দুই সপ্তাহ পেরুনোর পর ১৯ অক্টোবর শুটিং চলাকালীন রিয়াজ অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে ভর্তি করার পর জানা যায় হৃদপিণ্ডের জটিলতায় ভুগছেন তিনি। আটকে যায় ‘কৃষ্ণপক্ষ’ -এর দৃশ্যায়ন। এরপর রিয়াজ সুস্থ হলে শুটিং শুরু হয় ৯ নভেম্বর থেকে।

আপনার মন্তব্য

আলোচিত