সিলেটটুডে ডেস্ক

১৩ অক্টোবর, ২০২৫ ১৪:০৯

হিজাব পরে মসজিদে গিয়ে তোপের মুখে অভিনেত্রী দীপিকা পাডুকোন

সংযুক্ত আরব আমিরাতে হিজাব পরে মসজিদে গিয়ে তোপের মুখে পড়েছেন অভিনেত্রী দীপিকা পাডুকোন।

সম্প্রতি আবুধাবি সফরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে দীপিকাকে হিজাব পরে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ পরিদর্শন করতে দেখা যায় এবং রণবীরকে দেখা যায় ঘন দাড়ি রাখা ভিন্ন লুকে।

এই দৃশ্য নিয়েই শুরু হয়েছে ব্যাপক সমালোচনা ও তর্ক-বিতর্ক।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ভিডিওটি আবুধাবি পর্যটন বিভাগের জন্য নির্মিত একটি প্রমোশনাল বিজ্ঞাপন। এর মাধ্যমে দু’জন অভিনেতা সংযুক্ত আরব আমিরাতের সংস্কৃতি, ঐতিহ্য ও স্থাপত্যের সৌন্দর্য তুলে ধরেছেন। বিজ্ঞাপনের অংশ হিসেবে শেখ জায়েদ মসজিদে প্রবেশের সময় স্থানীয় রীতির প্রতি সম্মান জানিয়ে হিজাব পরেন দীপিকা।

তবে ভিডিওটি প্রকাশের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে একদল ব্যবহারকারী দীপিকার হিজাব পরাকে “সনাতন ধর্মের অবমাননা” বলে দাবি করে সমালোচনায় মুখর হন। কেউ কেউ প্রশ্ন তোলেন তার ধর্মীয় অবস্থান নিয়েও।

অনেকেই মন্তব্য করেন, “হিন্দু হয়ে হিজাব পরা সনাতন ধর্মের অপমান।” অন্যদিকে, দীপিকা ও রণবীরের ভক্তরা এসব সমালোচনার জবাব দিয়ে বলেন, “যখন বিদেশিরা আমাদের মন্দিরে যান, তখন তারাও শালীন পোশাক পরে প্রবেশ করেন। দীপিকা কেবল একই সাংস্কৃতিক সৌজন্য দেখিয়েছেন—এতে বিতর্কের কিছু নেই।”

আপনার মন্তব্য

আলোচিত