বিনোদন ডেস্ক

০৩ মার্চ, ২০১৬ ০১:১৩

কোথায় হারিয়ে গেছেন নাফিজা?

সময়ের ফেরে হারিয়ে গেছেন এক সময়ের সাড়াজাগানো অভিনেত্রী নাফিজা জাহান। চলে গেছেন খবরের আড়ালে, অভিনয়ের বাইরে। পাড়ি জমিয়েছেন হাজার মাইল দুরে, আমেরিকায়। সেখানেই স্বামী-সংসার নিয়ে থিতু হয়েছেন।

কালে ভদ্রে দু’একবার বেড়াতে আসেন দেশে। কিন্তু অভিনয়ে আর দেখা মেলেনি তাকে। অভিনয়টা একরকম ছেড়েই দিয়েছেন।

অভিনয়ে ফেরার সম্ভবনাও নেই খুব একটা। অথচ একটা সময় ছোটপর্দায় ছিল তার বিস্তর আধিপত্য। লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতা থেকে উঠে এসে প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান শুভ্র খানের ‘সাদা রঙের স্বপ্ন’ ধারাবাহিকে।

তারপর সালাহউদ্দিন লাভলুর ‘হোমিও রোমিও’,  হুমায়ূন আহমেদের ‘নাট্যকার হামিদ সাহেবের একদিন’, আশরাফুর রহমানের ‘কূল নাই কিনার নাই’ ও ‘নীরবতা’, সালাহউদ্দিন লাভলুর ‘ওয়ারেন’, শুভ্র খানের ‘অচেনা নীলকণ্ঠ’ তাহের শিপনের ‘ব্যাংককে খুন’ ও ‘অদ্ভুতুরে’,  মোস্তফা সরয়ার ফারুকীর ‘উপসংহার’ ও ‘ফোর টুয়েন্টি’, নাহিদ আহমেদ পিয়াল পরিচালিত রবীন্দ্রনাথের উপন্যাস নিয়ে নির্মিত ‘নৌকাডুবি’, এম সাখাওয়াত হোসেনের ‘এবং রহস্যের গল্প’ আশফাক নিপুণের ‘স্ক্রিপ্ট নাই’ ও ‘হাউজ টিউটর’, জিনাত হাকিমের ‘সে আমায় ভালোবাসে না’, তাজিন আহমেদের ‘যোগফল’, আশুতোষ সুজনের ‘বাঘবন্দী’সহ অসংখ্য দর্শকপ্রিয় নাটকে অভিনয় করেছেন তিনি।

আপনার মন্তব্য

আলোচিত