বিনোদন ডেস্ক

০৬ এপ্রিল, ২০১৬ ১৯:৩৫

নিজ ঘরেই নির্যাতিত বলিউড অভিনেত্রীরা

প্রকাশ্যে বলিউড অভিনেত্রীরা নারীদের অধিকার নিয়ে মুখ খুললেও, ব্যক্তিগত জীবনে তাঁরা বাড়িতে পরিচারিকাদের চেয়েও বেশি হেনস্থার শিকার হন। নিজের পার্টনার, বয়ফ্রেন্ড বা স্বামীর হাতেই অত্যাচারিত হতে হয় বহু প্রতিষ্ঠিত বলিউড অভিনেত্রীদের। অভিনেত্রী প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু প্রসঙ্গে এমন তথ্যই ফাঁস করলেন বলিউড পরিচালক মহেশ ভাট।

প্রত্যুষার আত্মহত্যা আবার সেই পুরনো বিতর্ককে সামনে এনে দিয়েছে। হয়তো একাকিত্বের ভয় থেকেই তাঁরা এই সব সহ্য করতে বাধ্য হন। মহেশ ভাট আরও বলেন, ‘এক সময় ভাবতাম মহিলারা অর্থনৈতিক ভাবে স্বাধীন হলে ব্যক্তিগত জীবনে তাঁরা হয়তো নিপীড়ন হাত থেকে মুক্তি পাবেন। কিন্তু বাস্তবে ঠিক তার উল্টোটাই ঘটেছে।’

‘লভ গেমস’ ছবির সাংবাদিক বৈঠকে মহেশ ভট্টের বক্তব্যকেই সমর্থন করেন ছবির পরিচালক বিক্রম ভাটও। তাদের দু’জনেরই মত, মূলত একাকিত্ব, অপরাধবোধ এবং অসহায়তা থেকেই সমাজের প্রতিষ্ঠিত মহিলারাও আত্মহত্যার মতো চূড়ান্ত পদক্ষেপ নিতে বাধ্য হন। আর এর জন্য প্রধানত তাঁদের স্বামী বা পার্টনারকেই দায়ী করেছেন মহেশ ভাট এবং বিক্রম ভাট।

আপনার মন্তব্য

আলোচিত