
০৬ এপ্রিল, ২০১৬ ২০:৫৮
ভারতীয় টেলিভিশন তারকা প্রত্যুষা বন্দোপাধ্যায়ের মৃত্যু ঘিরে রহস্যের কুলকিনারা হয়নি এখনও। প্রতিদিনই প্রকাশ্যে আসছে নানা তথ্য।
আসলেই কি এই 'বালিকা বধূ' খ্যাত অভিনেত্রী আত্মহত্যা করেছিলেন? নাকি এর পেছনে রয়েছে আরও অনেক গল্প।
স্কুল থেকেই নাটকে অভিনয়, রোড শো করতেন প্রত্যুষা। সুস্মিতা সেনের মতো হবেন তিনি। তার চুল বাঁধার স্টাইলটাও রপ্ত করে নিয়েছিলেন এই অভিনেত্রী। এভাবেই একদিন এসে পাড়ি জমালেন মুম্বাইয়ে।
অভিনেত্রী হিসেবে ‘বালিকা বধূ’র ‘আনন্দী’ পরিচয়ে পরিচিত হতে থাকেন প্রত্যুষা। পরিচয় পাল্টালেও মুম্বাইয়ে এসে পাল্টে যায় কি জীবন চিত্র!
প্রত্যুষার মৃত্যুর পর মুম্বাই আর মিডিয়ার জীবন নিয়ে আনন্দবাজার পত্রিকার সঙ্গে কথা বলেছেন তারকা অভিনেত্রী পাওলি দাম।
প্রথম যখন অভিনয় করতে এলেন, তখন টলি বা বলি কোনও ইন্ডাস্ট্রিতেই কোনও পরিচয় ছিল না পাওলির। অথচ আজ কলকাতার চেয়ে মুম্বাইতেই তার বন্ধুবান্ধব বেশি।
'মহানায়িকা’র সিরিয়ালের জন্য দার্জিলিংয়ে শুটিংয়ে ব্যস্ত পাওলি দাম বলেন, প্রথম মুম্বাইতে গিয়ে আমাকেও প্রচুর স্ট্রাগল করতে হয়েছে। তবে স্ট্রাগল না করলে জীবনে বড় হওয়া যায় না।
পুরনো সেই স্মৃতি স্বরণ করে এই তারকা অভিনেত্রী বলেন, নিজেই নিজের বাড়ি খুঁজেছি। কলকাতা থেকে গাড়ি নিয়ে গিয়েছি।
তিনি বলেন, অনেক দিন মুম্বাইতে কোনও কাজ ছিল না। তখন জায়গাটা এক্সপ্লোর করেছি। পৃথ্বী থিয়েটারে নাটক দেখেছি। নতুন মানুষের সঙ্গে আলাপ হয়েছে।
প্রেমের জন্যই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন প্রত্যুষা। এমন সন্দেহও কম হচ্ছে না বলিউড পাড়ায়।
এ বিষয়ে পাওলির জবাব, আরে, সম্পর্ক না থাকলে না থাকবে। নতুন সম্পর্ক আবার আসবে। তার জন্য মৃত্যুর পথ বেছে নিতে হবে কেন?
আপনার মন্তব্য