২৪ ডিসেম্বর, ২০১৪ ০০:৫৯
গ্রামীনফোন স্টার গ্রাহক কনসার্ট
মঙ্গলবার গ্রামীনফোন স্টার গ্রাহকদের জন্য আয়োজিত বিশেষ কনসার্টে দর্শকপ্রিয় গান পরিবেশন করে মাছিমপুরস্থ জেলা ক্রীড়া কমপ্লেক্স প্রাঙ্গনে হাজারো দর্শককে মাতিয়ে গেলেন দেশের জনপ্রিয় দুই ব্যান্ড শিল্পী বাপ্পা মজুমদার এবং আইয়ুব বাচ্চু ।
বিকেল ৪টা থেকে শুরু হওয়া এই কনসার্ট সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত চলে । প্রথমে বাপ্পা মজুমদার ও ফ্রেন্ডস গান পরিবেশন করেন । পরে মঞ্চে আসেন আইয়ুব বাচ্চু ও তাঁর ব্যান্ড দল এলআরবি । এলআরবির জনপ্রিয় সব গানের মূর্ছনায় হাজার হাজার শ্রোতা মেতে থাকেন বাকিটা সময় । গ্রামীনফোনের আয়োজনে কনসার্টটির ব্যবস্থাপনার দায়িত্বে ছিলো এশিয়াটিক ।
আপনার মন্তব্য