০৩ জানুয়ারি, ২০১৫ ০২:১৮
নবাগত চলচ্চিত্র অভিনেত্রী কাজী রোমানা ইসলাম নীড়। তিনি ৩১ ডিসেম্বর ঢাকার রমনা থানায় চলচ্চিত্র প্রযোজক আব্দুল আওয়ালের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেছেন বলে সংবাদ মাধ্যমকে জানান।
তিনি বলেন, ‘প্রযোজক আমাকে অশ্লীল প্রস্তাব দিয়েছে। আমার সঙ্গে প্রতারণা করেছে। সে আমার গলা কাটা ছবি দিয়ে উতালা মন ছবির ব্যানার করেছে। যা আমার জন্য অপমানজনক। এসব কারণে আমি জিডি করেছি।’
মূলত উতালা মন ছবিতে প্রথম দিকে নায়িকা হিসেবে নীড়কে নেওয়া হলেও পরবর্তীতে তাকে দ্বিতীয় নায়িকা করা হয়। প্রযোজকের পছন্দের নতুন একটি মেয়েকে নায়িকা করা হয়। এ কারণেই প্রযোজকের উপর ক্ষেপেছেন এই নবাগত নায়িকা।
এ পর্যন্ত ‘ভালোবাসলে দোষ কি তাতে’, ‘স্বজনহারা’ এবং ‘উতালা মন’ এই তিনটি ছবিতে অভিনয় করেছেন তিনি।
আপনার মন্তব্য