বিনোদন ডেস্ক

৩০ মে, ২০১৬ ১৩:০৯

ঋতুপর্ণ ঘোষ : বাংলা সিনেমার দোসর

কালের নিয়মে উল্টে যায় ক্যালেন্ডারের পাতা। আরও এক ঋতুহীন দিন আসে বাঙালির সামনে। বছর তিনেক আগে এক ৩০ মে আচমকা বেজেছিল খেলা শেষ হওয়ার বাঁশি। চলে গিয়েছিলেন বাংলা সিনেমার ‘দোসর’ ঋতুপর্ণ ঘোষ।

বাংলা ছবির দর্শক যখন ছবিঘর থেকে মুখ ফিরিয়েছে, তখন নতুন করে তাঁদের হলে টেনে এনেছিলেন তিনি। নাগরিক জীবনের আলোছায়া, সংকট, দ্বিধা-দ্বন্দ্বের এমন শিল্পিত উপস্থাপনা দেখে দর্শক স্বাদ পেয়েছিলেন এক নতুন ঘরানার। তিনি যেমন ধরিয়ে দেন বাঙালি জীবনের ‘উৎসব’, তেমন তিনিই চিনিয়ে দেন বাঙালির ‘অসুখ’। বাংলা ছবিতে  সেই যে ‘হীরের আংটি’ তিনি তুলে দিয়েছিলেন বাঙালির হাতে, তারপর থেকে একের পর এক ছবিতে হয়েছে তাঁর নিজস্ব সিনেমা ভাবনার ‘শুভ মহরত’। বাঙালির ‘আবহমান’ ‘অন্তরমহল’কে তিনি চিনেছিলেন তাঁর স্বকীয় বৈশিষ্ট্যে। আর তা চিনিয়ে দিয়েছিলেন নান্দনিক উপস্থাপনায়।

তবে শুধু সিনেমাই বা কেন, বিজ্ঞাপনের দুনিয়াও তাঁকে মনে রেখেছে সম্ভ্রমে। প্রায় কাল্ট হয়ে যাওয়া বিজ্ঞাপনী লাইন এসেছে তাঁর ভাবনা থেকেই। সম্পাদক হিসেবেও তাঁর নিজস্ব চিন্তাভাবনার স্বতন্ত্র রেখাপাত মনে রেখেছে বাংলার পত্রিকাজগত। যে ভাষা ও ভঙ্গিতে তিনি নিজের মনের কথা লিখে রেখেছেন তাতে সাহিত্যিক ঋতুপর্ণকেও কুর্নিস জানান সাহিত্যপ্রেমীরা।

ব্যক্তিগত জীবন
১৯৬৩ সালের ৩১ আগস্ট কলকাতায় ঋতুপর্ণ ঘোষের জন্ম। তাঁর বাবা-মা উভয়েই চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত ছিলেন। বাবা সুনীল ঘোষ ছিলেন তথ্যচিত্র-নির্মাতা ও চিত্রকর। ঋতুপর্ণ ঘোষ সাউথ পয়েন্ট হাই স্কুলের ছাত্র ছিলেন। “যাদবপুর বিশ্ববিদ্যালয়” যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে ডিগ্রি অর্জন করেন।
ঋতুপর্ণ ঘোষ ছিলেন ভারতের “এলজিবিটি” সম্প্রদায়ের এক বিশিষ্ট ব্যক্তিত্ব। জীবনের শেষ বছরগুলিতে তিনি রূপান্তরকামী জীবনযাত্রা নিয়ে নানা পরীক্ষানিরীক্ষা করছিলেন। তিনি নিজের সমকামী সত্ত্বাটিকে খোলাখুলিভাবে স্বীকার করে নেন, যা ভারতের চলচ্চিত্র জগতের খুব কম মানুষ করেছেন।

বিজ্ঞাপন দুনিয়ায়
চলচ্চিত্র জগতে আসার আগে ঋতুপর্ণ ঘোষ ছিলেন কলকাতার একজন “অ্যাডভারটাইসমেন্ট কপিরাইটার”। ১৯৮০-র দশকে বাংলা বিজ্ঞাপনের দুনিয়ায় বেশ কিছু জনপ্রিয় এক লাইনের শ্লোগান লিখে দিয়েছিলেন তিনি। সেই সময় কলকাতায় ইংরেজি ও হিন্দি বিজ্ঞাপনগুলি বাংলায় অনুবাদ করে চালানো হত। ঋতুপর্ণ বাংলায় স্বতন্ত্র বিজ্ঞাপনী শ্লোগানের ধারা সৃষ্টি করেন। তাঁর সৃষ্ট বিজ্ঞাপনগুলির মধ্যে শারদ সম্মান ও বোরোলিনের বিজ্ঞাপনদুটি বিশেষ জনপ্রিয় ছিল। কোনো কোনো সমালোচকের মতে, (বিজ্ঞাপনী চিত্র নির্মাণের মাধ্যমে) দর্শকদের কাছে আবেদন পৌঁছে দেওয়ার এক বিশেষ দক্ষতা তিনি অর্জন করেছিলেন, যা তাঁর ছবি বিশেষ করে মধ্যবিত্ত বাঙালি সমাজে জনপ্রিয় করে তোলে।

চলচ্চিত্র পরিচালনা
ঋতুপর্ণ ঘোষের পরিচালনায় প্রথম ছবি 'হিরের আংটি (পাতা নেই)' হিরের আংটি১৯৯২ সালে মুক্তি পায়। এটি ছিল ছোটোদের ছবি। ছবিটি তৈরি হয়েছিল শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটি উপন্যাস অবলম্বনে। এতে অভিনয় করেছিলেন বসন্ত চৌধুরী, মুনমুন সেন প্রমুখেরা।

১৯৯৪ সালে তাঁর দ্বিতীয় ছবি 'উনিশে এপ্রিল' মুক্তি পায়। এই ছবিতে এক মা ও তাঁর মেয়ের পারস্পরিক সম্পর্কের কাহিনি দেখানো হয়েছে। ছবিটি সমালোচকদের প্রশংসা কুড়ানোর সঙ্গে সঙ্গে বাণিজ্যিকভাবেও সফল হয়। ১৯৯৫ সালে এই ছবি শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়।  এরপর 'দহন' মুক্তি পায় ১৯৯৭ সালে। ১৯৯৮ সালে এই ছবি শ্রেষ্ঠ চিত্রনাট্য বিভাগে জাতীয় পুরস্কার পায় এবং এই ছবির দুই অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত ও ইন্দ্রাণী হালদার একসঙ্গে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় পুরস্কার পান। 'দহন' ছবির বিষয়বস্তু কলকাতার রাস্তায় এক মহিলার ধর্ষিত হওয়ার কাহিনি। অপর একটি মেয়ে সেই ঘটনার প্রত্যক্ষদর্শী। সে এগিয়ে আসে অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে। কিন্তু সমাজ ও ধর্ষিতার পরিবার পরিজনের ঔদাসিন্যে সে হতাশ হয়।

১৯৯৯ সালে মুক্তি পাওয়া 'অসুখ' ছবিতে এক অভিনেত্রী ও তাঁর আয়ের উপর অনিচ্ছুকভাবে নির্ভরশীল বাবার সম্পর্ক দেখানো হয়। এটি শ্রেষ্ঠ বাংলা ছবি বিভাগে জাতীয় পুরস্কার পায়। 'বাড়িওয়ালি' মুক্তি পায় ২০০০ সালে। এই ছবিতে এক নিঃসঙ্গ বিধবা (কিরণ খের) নিজের বাড়িটি এক ফিল্ম প্রোডাকশনকে ভাড়া দেন। তাঁর অবদমিত কামনাবাসনাগুলি ছবির সুদর্শন পরিচালককে নিয়ে কল্পনার ডানা মেলে। এই ছবির জন্য কিরণ খের শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় পুরস্কার পান।

২০০০ সালে মুক্তিপ্রাপ্ত 'উৎসব' শ্রেষ্ঠ পরিচালনা বিভাগে জাতীয় পুরস্কার পায়। এই ছবির বিষয়বস্তু এক একান্নবর্তী পরিবারের ভাঙন। এই পরিবারের সদস্যরা তাদের পারিবারিক বাড়ি থেকে বেশি দূরে না থাকলেও বছরে শুধু একবার দুর্গাপূজার সময় একত্রিত হয়। ২০০২ সালে মুক্তিপ্রাপ্ত ছবি 'তিতলি-র গল্প' এক অভিনেত্রীর মেয়েকে কেন্দ্র করে। মেয়েটির প্রিয় ফিল্ম স্টারের সাথে এক সময় তার মায়ের প্রণয় সম্পর্ক ছিল।

২০০৩ সালে আগাথা ক্রিস্টির দ্য মিরর ক্র্যাকড ফ্রম সাইড টু সাইড অবলম্বনে ঋতুপর্ণ তৈরি করেন রহস্য ছবি 'শুভ মহরত'। এই ছবিতে বিশিষ্ট অভিনেত্রী রাখী গুলজার ও শর্মিলা ঠাকুরের সঙ্গে অভিনয় করেন নন্দিতা দাস। একই বছর রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস অবলম্বনে ঋতুপর্ণ তৈরি করেন 'চোখের বালি'। এই ছবিতেই তিনি প্রথম বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাইকে নিয়ে কাজ করেন।

২০০৪—২০১৩

২০০৪ সালে ঋতুপর্ণের প্রথম হিন্দি ছবি 'রেইনকোট' মুক্তি পায়। এই ছবিটি ও. হেনরির ছোটোগল্প “দ্য গিফট অফ দ্য ম্যাজাই” (১৯০৬) অবলম্বনে নির্মিত। এই ছবিতেও ঐশ্বরিয়া রাই অভিনয় করেছিলেন। এই ছবির শ্যুটিং শেষ হয়েছিল ১৭ দিনে। ছবিটি শ্রেষ্ঠ হিন্দি ছবি বিভাগে জাতীয় পুরস্কার পায়। ২০০৫ সালে তাঁর বাংলা ছবি 'অন্তরমহল' মুক্তি পায়। এটি ব্রিটিশ আমলের এক জমিদার পরিবারের গল্প। জ্যাকি শ্রফ জমিদার চরিত্রট করেন; আর তাঁর দুই স্ত্রীর চরিত্রে অভিনয় করেন সোহা আলি খান ও রূপা গাঙ্গুলি।

২০০৭ সালে 'দ্য লাস্ট লিয়ার' মুক্তি পায়। এটি একটি প্রাক্তন শেক্সপিয়ারিয়ান থিয়েটার অভিনেতার জীবনের গল্প। অমিতাভ বচ্চন কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন। এছাড়া প্রীতি জিনতা ও অর্জুন রামপালও এই ছবিতে অভিনয় করেছিলেন।

২০০৮ সালে মুক্তি পায় 'খেলা'। এটি মানব সম্পর্কের গল্প। এটি মণীষা কৈরালার প্রথম বাংলা ছবি। এই বছরই মুক্তি পায় তাঁর 'সব চরিত্র কাল্পনিক' । প্রসেনজিৎ ও বিপাশা বসু অভিনীত এই ছবিটি শ্রেষ্ঠ বাংলা ছবি বিভাগে জাতীয় পুরস্কার পায়।

২০০৯ সালে যিশু সেনগুপ্ত, অনন্যা চট্টোপাধ্যায়, দীপংকর দে ও মমতা শঙ্কর অভিনীত ছবি 'আবহমান' মুক্তি পায়। এটি শ্রেষ্ঠ পরিচালনা বিভাগে জাতীয় পুরস্কার পায়।

মৃত্যুর আগে তিনি তাঁর পরবর্তী ছবি 'সত্যান্বেষী'-র শ্যুটিং শেষ করেছিলেন। এই ছবিটি গোয়েন্দা ব্যোমকেশ বক্সীর কাহিনি অবলম্বনে তৈরি হচ্ছিল।

অভিনয় জীবন
ঋতুপর্ণ ঘোষ প্রথম অভিনয় করেন ওড়িয়া ছবি 'কথা দেইথিল্লি মা কু'-তে। হিমাংশু পারিজা পরিচালিত এই ছবিটি মুক্তি পায় ২০০৩ সালে। ২০১১ সালে তিনি কৌশিক গঙ্গোপাধ্যায়ের আরেকটি প্রেমের গল্প এবং সঞ্জয় নাগের 'মেমরিজ ইন মার্চ' ছবিতে অভিনয় করেন। আরেকটি প্রেমের গল্প ছবির বিষয় ছিল সমকামিতা।

ঋতুপর্ণের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি 'চিত্রাঙ্গদা'। এটি রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রাঙ্গদার কাঠামো অবলম্বনে নির্মিত। এটি ৬০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে বিশেষ জুরি পুরস্কার পায়।

 

অন্যান্য কাজঃ

টেলিভিশন কর্মজীবন

ঋতুপর্ণ দুটি সেলিব্রিটি চ্যাট শো সঞ্চালনা করেন। এগুলি হল ইটিভি বাংলার 'এবং ঋতুপর্ণ' এবং স্টার জলসার 'ঘোষ অ্যান্ড কোম্পানি'।

পত্রিকা সম্পাদনা

ঋতুপর্ণ বাংলা ফিল্ম ম্যাগাজিন আনন্দলোক সম্পাদনা করেন ১৯৯৭ থেকে ২০০৪ সাল পর্যন্ত।

মৃত্যু

ঋতুপর্ণ ঘোষ দশ বছর ধরে ডায়াবেটিস (ডায়াবেটিস মেটিলাস টাইপ ২) রোগে এবং পাঁচ বছর ধরে প্যানক্রিটিটিস রোগে ভুগছিলেন। এছাড়াও তাঁর অনিদ্রা রোগ ছিল এবং সেই জন্য তিনি ঘুমের ওষুধ খেতেন। ডাক্তারদের রিপোর্ট অনুযায়ী, অ্যাবডোমিনোপ্ল্যাস্টি ও ব্রেস্ট ইমপ্ল্যান্টের পর প্রয়োজনীয় হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি করাতে গিয়ে তাঁর শারীরিক অসুস্থতা বেড়ে যায়। 'আরেকটি প্রেমের গল্প' ছবিতে এক সমকামী চিত্রপরিচালকের ভূমিকায় অভিনয় করার জন্য তাঁকে এগুলি করাতে হয়েছিল।

২০১৩ সালের ৩০ মে তাঁর কলকাতার বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে ঋতুপর্ণ ঘোষের মৃত্যু ঘটে। তাঁর দুই পরিচারক দিলীপ ও বিষ্ণু তাকে বিছানায় অচৈতন্য অবস্থায় দেখতে পান। প্রতিবেশী নীলাঞ্জনা সেনগুপ্ত ডাক্তার নিরূপ রায়কে খবর দেন। তিনি এসে ঋতুপর্ণ ঘোষকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুকালে ঋতুপর্ণের বয়স হয়েছিল ৪৯ বছর।

আপনার মন্তব্য

আলোচিত