নিউজ ডেস্ক

০৪ জানুয়ারি, ২০১৫ ২২:৩২

সংগীতশিল্পী ফুয়াদের গাড়িতে পিকেটারদের হামলা , ফেসবুকে ক্ষোভ প্রকাশ

সংগীতশিল্পী ও সংগীত পরিচালক মুক্তাদির আল ফুয়াদের গাড়িতে হামলা হয়েছে। দেশের রাজনৈতিক অস্থিরতার শিকার হয়েছেন তিনি। রোববার ফুয়াদ স্ত্রীসহ বাসা থেকে বের হয়েছিলেন। পথিপমধ্যে আচমকা পিকেটারদের সামনে পড়ে তার গাড়ি।

তাদের গাড়ি লক্ষ্য করে ইট ছুড়ে পিকেটাররা। এবং গাড়িটি ভাঙার চেষ্টা করে। তারা গাড়ির সামনের এবং পেছনের গ্লাস ভেঙে ফেলে।তবে এতে কেউ আহত হয়নি। ফুয়াদ নিজেই মনের কষ্টে তার ভাঙা গাড়ির ছবি তুলে তার ফেসবুকে আপলোড করেন এবং ক্ষোভ প্রকাশ করে তার ফেসবুক পেইজে লিখেন- 
" 8 years ago I moved back to Bangladesh because I loved my country and Bangla music. My family warned me about how much of a lost case this place is, but I didn't listen ! Today I understand. The brick missed my wife's head by less than an inch! there was glass all over our hands. screw this bloody hell hole, and its politics, and everything about it! We were just out doing groceries! This place is beyond repair. I am home getting glass bits out of maya's hair at the moment!"

আপনার মন্তব্য

আলোচিত