বিনোদন ডেস্ক

১৮ আগস্ট, ২০১৬ ১৪:৩৫

‘চুপ, মা গান গাইছে’

জনপ্রিয় রবীন্দ্র সঙ্গীতশিল্পী শাহানা বাজপেয়ী বুধবার ফেসবুকে একটি ছবি শেয়ার করেছেন। ছবিতে দেখা যাচ্ছে, শাহানার মেয়ে রোহনী মুখে আঙ্গুল দিয়ে কাউকে চুপ করতে বলছে। কারন মা শাহানা তখন মঞ্চে গান গাইছেন।

ছবিটি শাহানা ফেসবুকে শেয়ার করে লিখেছেন, ‘চুপ মা গাইছে।’

শাহানা বাজপেয়ীর শৈশব কেটেছে পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে। তাঁর বাবা-মা দুজনই দেশটির উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ছিলেন। শাহানা ১৯৮২ থেকে ২০০২ সাল পর্যন্ত শান্তিনিকেতনে ছিলেন। সেখানেই তাঁর সংগীত শিক্ষার হাতেখড়ি বাবা বিমল বাজপেয়ীর কাছে। মাত্র ৩ বছর বয়সেই তাঁর প্রথম গান শেখা শুরু। পরবর্তীতে তিনি বিজয় সিনহা, চিত্রা রায়, শ্যামলী বন্দোপাধ্যায়, চন্দন মন্ড এবং মিতা হকের অধীনে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত ও রবীন্দ্রসঙ্গীতের উপর প্রশিক্ষণ লাভ করেন।

ব্যক্তিগত জীবনে শাহানা বাংলাদেশের সঙ্গীত শিল্পী শায়ান চৌধুরী অর্ণবকে বিয়ে করেন। তাঁরা একসাথে পড়াশোনা করেছিলেন শান্তিনিকেতনের পাঠভবনে। বিয়ের সাত বছর পর ২০০৮ সালে তাঁদের বিচ্ছেদ ঘটে। পরবর্তীতে ব্রিটিশ নাগরিক রিচার্ড হেররেটেকে বিয়ে করেন শাহানা। বর্তমানে তিনি লন্ডনে বসবাস করছেন। শাহানা ও রিচার্ডের ঘরেই জন্ম মেয়ে রোহিনীর।

আপনার মন্তব্য

আলোচিত