সিলেটটুডে ডেস্ক

২৭ সেপ্টেম্বর, ২০১৬ ০১:০২

পাকিস্তানি শিল্পীদের নিয়ে ‘মুখোমুখি’ করন-অভিজিৎ

উরিতে সন্ত্রাসী হামলার পর আরো উতপ্ত হয়ে উঠেছে ভারত-পাকিস্তান রাজনীতি। দু'দেশের উত্তেজনাপূর্ণ সম্পর্কের কারণে ঝামেলায় পড়েছেন ভারতে অবস্থানরত পাকিস্তানি তারকারা। ঘটনার জেরে পাকিস্তানি তরকাদের ৪৮ ঘন্টার মধ্যে ভারত ছাড়ারও আল্টিমেটাম দিয়েছে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস) নামের একটি সংগঠন। তবে ভারতের জনপ্রিয় নির্মাতা করন জোহর মনে করছেন, ‘মেধাবী শিল্পীদের নিষিদ্ধ করাতেই সমাধান নয়।’

নবনির্মাণ সেনার তোপের মুখে আছেন করন জোহর পরিচালিত নতুন ছবি ‘অ্যায় দিল হ্যা মুশকিলের’ অভিনেতা ফাওয়াদ খানও। সামনের দিওয়ালিতে যেটা রিলিজ হতে যাচ্ছে। এ অবস্থায় করন জোহরের ছবিটির কাজও বন্ধ হয়ে যেতে পারে।

করন জোহর ভারতীয় সংবাদ মাধ্যমে বলেছেন, ‘আমাদের রাগ ও ক্ষোভটা আমি বুঝি এবং আমিও এ ঘটনায় সহমর্মী। যেখানে কোনো কিছুতেই এই সন্ত্রাসীদের যায় আসে না, সেখানে এমন একটা ব্যাপারের (শিল্পীদের নিষিদ্ধ করা) মুখোমুখি হতে হচ্ছে। এটাই যদি সমাধান হয়, তাহলে কেউ এটা করতে পারেন। কিন্তু এটা সমাধান নয়।’

এদিকে বলিউডের একটা অংশ করন জোহর ছাড়াও শাহরুখ খান ও ভাট প্রোডাকশনকে দুয়ো দিচ্ছেন। সম্প্রতি শাহরুখ খান রইস নামে একটি ছবিতে পাকিস্তানি মাহিরা খানের সঙ্গে অভিনয় করেছেন। আর ছবিটি প্রযোজনা করেছে ভাট প্রোডাকশন।

এদিকে পাকিস্তানি শিল্পীদের নিয়ে কাজ করায় টুইটারে তার ক্ষোভ ঝেড়েছেন ভারতীয় সঙ্গীত শিল্পী অভিজিৎ ভট্টাচার্য। তিনি লিখেছেন, ‘শেইম করন, শাহরুখ অ্যান্ড মহেশ ভাট ফর ব্রিদিং এন্ড ফিডিং দেম #উরি অ্যাটাক।'

ফাওয়াদ খান ও মাহিরা খান ছাড়াও এ তালিকায় আছেন গায়ক আতিফ আসলাম, গায়ক ও অভিনেতা আলি জাফর।

প্রসঙ্গত, ভারতের উত্তরাঞ্চলে জম্মু ও কাশ্মীরের উরি শহরের একটি সেনাঘাঁটিতে গত রোববার (১৮ সেপ্টেম্বর) সন্ত্রাসী হামলায় ১৮ সেনা নিহত হয়েছেন। পাল্টা আক্রমণে নিহত হয়েছে ৪ জঙ্গিও।

আপনার মন্তব্য

আলোচিত