বিনোদন ডেস্ক

২৯ সেপ্টেম্বর, ২০১৬ ২৩:৩৮

ভারতে অনুষ্ঠেয় পাকিস্তানি শিল্পীর কনসার্ট বাতিল

কাশ্মীরের উরিতে ভারতীয় সেনাঘাঁটিতে সন্ত্রাসী হামলার ঘটনায় সৃষ্ট দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষিতে এবার ভারতে অনুষ্ঠিতব্য পাকিস্তানি গায়ক শাফকাত আমানত আলীর কনসার্ট বাতিল করা হলো।

৩০ সেপ্টেম্বর (শুক্রবার) এই কনসার্ট হওয়ার কথা ছিল বেঙ্গালুরুতে। অনুষ্ঠানের আয়োজক সংস্থা একটি রেডিও চ্যানেল।

ওই সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, উরি হামলার পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত। এর সঙ্গে কোনও রাজনৈতিক দলের সম্পর্ক নেই।

আয়োজকরা জানান, ৩০ তারিখের অনুষ্ঠান তারা ২০ তারিখ বাতিলের সিদ্ধান্ত নেন। তার পরেই এমএনএস, বজরঙ্গ দলের মতো রাজনৈতিক দলগুলো পাক শিল্পীদের বয়কটের ডাক দিয়েছে।

এই বিতর্ক নিয়ে মুখ খুলেছেন বলিউড অভিনেতা সাইফ আলী খানও। তিনি জানিয়েছেন, আদৌ পাকিস্তানের শিল্পীরা এ দেশে কাজ করবেন কি-না, তা সরকারেরই ঠিক করে দেওয়া উচিত।

সম্প্রতি এক অনুষ্ঠানে সাইফকে এ বিষয়ে প্রশ্ন করা হয়েছিল। সাইফ জবাবে বলেন, “আমরা শিল্পী। আমরা শান্তি আর ভালবাসার বার্তাই দিতে চাই। কিন্তু দু'দেশের এই জটিল পরিস্থিতিতে ওই দেশের শিল্পীরা এ দেশে কাজ করবেন কি-না, তা সরকারেরই নির্ধারণ করা উচিত।”

সূত্রঃ দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

আপনার মন্তব্য

আলোচিত