সিলেটটুডে ডেস্ক

৩০ সেপ্টেম্বর, ২০১৬ ২২:৩৬

দুর্গাপূজায় শিল্পী লাভলী দেবের ‘দুর্গতিনাশিনী দুর্গা’ গানের ভিডিও প্রকাশিত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেটের জনপ্রিয় শিল্পী লাভলী দেবের নতুন ধারার গানের ভিডিও “দুর্গতিনাশিনী দুর্গা” আজ (৩০ সেপ্টেম্বর) শুক্রবার থেকে ইউটিউব ও সামাজিক যোগাযোগের বিভিন্ন সাইটে প্রকাশ করা হয়েছে।

শিল্পী লাভলী দেব লোক গান, আধুনিক গান করলেও “দুর্গতিনাশিনী দুর্গা” গানের ভিডিওটি সম্পূর্ণ ভিন্ন বলে জানান। গানটিতে দর্শকরা শিল্পীকে নতুনভাবে পাবেন বলে লাভলী দেব আশাবাদী।

এছাড়া এই গানের ভিডিওটির সংগীত পরিচালনা, সংগ্রহ, সুর, রেকর্ডিং সহ সব কিছুই করেছেন সিলেটের কলা-কুশলীরা। গানের ভিডিওয়ে সংগীত পরিচালনায় ছিলেন শাওন ও সুদীপ। গানটির কথা সংগ্রহ ও সুর দিয়েছেন অশোক সরকার।

গানটি রেকর্ডিং হয়েছে সিলেটের ঐতিহ্যবাহী প্রাচীন মন্দির দুর্গা বাড়ী মন্দির প্রাঙ্গণে। রেকর্ডিং করেছে স্টুডিও উইজার্ড এবং সাউন্ড মিক্সিং ও মাস্টারিং এর কাজ করেছেন রনি রন। গানের ভিডিও ধারণ ও স্পন্সর করেছে ফার্স্ট কল প্রোডাকশন।

“দুর্গতিনাশিনী দুর্গা” গানের ভিডিওটির গান শুনে দর্শকদের ভাল লাগবে বলে আশাবাদী গানটির শিল্পী লাভলী দেব থেকে শুরু করে ভিডিওটির সাথে সংশ্লিষ্ট সবাই।

আর দর্শকদের ভাল লাগলেই তাদের পরিশ্রম সার্থক হবে বলে জানান শিল্পী লাভলী দেব ও ভিডিওটির সংগীত পরিচালক শাওন কর।

আপনার মন্তব্য

আলোচিত