বিনোদন ডেক্স

০৬ ডিসেম্বর, ২০১৬ ১৭:২৩

‘আয়নাবাজি’র পর এবার প্রামাণ্যচিত্র বানালেন অমিতাভ, প্রদর্শনী বুধবার

দেশ-বিদেশে ‘আয়নাবাজি’র দারুণ সাফল্যের পর পরিচালক অমিতাভ রেজা এবার নির্মাণ করেছেন নতুন একটি প্রামাণ্যচিত্র।

বাংলাদেশের পারিবারিক সহিংসতা প্রতিরোধের গল্প নিয়ে নির্মিত এ প্রামাণ্যচিত্রটি আগামীকাল বুধবার (৭ ডিসেম্বর) বিকাল ৪ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে প্রদর্শিত হবে।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ খবর জানিয়েছে কেয়ার বাংলাদেশ।

প্রতিষ্ঠানটির পরামর্শক আবদুল্লাহ হাসান জানান, বাংলাদেশের শতকরা ৮৭ ভাগ নারী কোনো না কোনোভাবে পরিবারের সদস্য দ্বারা নির্যাতনের শিকার হন। যৌতুক, শ্বশুরবাড়ির অত্যাচার, যৌন নির্যাতন ইত্যাদি পরিবারের ভেতরেই ঘটে। কেয়ার বাংলাদেশ নারী নির্যাতন প্রতিরোধে ‘পারিবারিক নির্যাতন প্রতিরোধ আইন ২০১০’ প্রতিষ্ঠা করার জন্য কাজ করে যাচ্ছে।
সেই লক্ষ্যে পারিবারিক সহিংসতা প্রতিরোধে তরুণদের ভূমিকা নিয়ে আলোচনা ও অমিতাভ রেজা চৌধুরী নির্মিত প্রামাণ্যচিত্রটির প্রদর্শনী কাল বুধবার (৭ ডিসেম্বর) বিকাল ৪ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।

অমিতাভ রেজা জানান, এই প্রামাণ্যচিত্রের মূল উদ্দেশ্য হলো তরুণদের সচেতন করা ও নির্যাতন প্রতিরোধে তাদের উদ্যোগী করা।

আপনার মন্তব্য

আলোচিত