নিজস্ব প্রতিবেদক

২৭ এপ্রিল, ২০১৫ ২১:৫২

যৌন নিপীড়নের বিরুদ্ধে কমলা ক্রিয়েটিভের গান: ‘শাড়ি পড়বো, স্কার্ট পড়বো,... চোখ বাঁধুন’ (ভিডিও ও লিরিকস)

বর্ষবরণের দিন টিএসসি এলাকায় যৌন নিপিড়নের প্রতিবাদে প্রায় প্রতিদিনই দেশে ও বিদেশে রাস্তায় দাঁড়িয়েছেন মানুষ। হয়েছে মিছিল, মানববন্ধন। হয়েছে আবার বৈশাখ পালনের প্রতিবাদি অনুষ্ঠানও। এবার প্রতিবাদী গানও তৈরি হলো।

ব্রিটেনের কমলা কালেক্টিভ নামের সংগঠন  প্রতিবাদ জানাতে প্রকাশ করল মিউজিক ভিডিও।লিসা গাজীর কথায়, সোহিনী আলম আনন,সিদ্দিকা এবং অলিবার উইকসের কম্পোজিশনে গানটিতে  কন্ঠ দিয়েছেন সোহিনী আলম, আনন সিদ্দিকা  ও লিসা গাজী।  গিটার হাতে সাথে ছিলেন ভিনদেশী অলিভার উইকস।

সোহিনী আলম ব্রিটেনের জনপ্রিয় ব্যান্ড 'ক্ষ' এর ভোকাল। অলিভার উইক সে ব্যান্ডেরই গিটারিষ্ট। এর আগে বাংলাদেশের জাতীয় সংগীত ভিন্ন আঙ্গিকে পরিবেশন করে আলোচনায় এসেছিলেন তাঁরা।

গানের কথা সিলেটটুডে'র পাঠকদের উদ্দেশে তুলে দেওয়া হলো:

'আমরা দুর্বার - We Are Boundless'

আমরা সকাল-বিকাল-রাত্তিরে পা রাখবো বাইরে
কাজে অকাজে
আমরা শাড়ি পড়বো, স্কার্ট পড়বো, হাত কাটা ফতুয়া তো ভিষণ পছন্দ
গরমের মধ্যে ওড়না আবার কী!

আমরা ইচ্ছা হলে মস্ত টিপ দিবো টকটকা লাল
কালোও ভালো
রিকশার হুড খুলে তুমুল তর্ক করবো পাশে বসা বন্ধুর সাথে
হাসতে হাসতে একজন আরেক জনের গায়ে ঢলে পড়বো
আমাদের গলা তিন বাড়ি পেরিয়ে চার বাড়িতে গিয়ে আছড়ে পড়বে,
এমন হুল্লোড় জমাবো!

আমাদের কলসি ভাঙ্গা হাসি -- আমরা হাসতে ভালবাসি
আকাশে পাতালে পাগলে মাতালে ফোটাবো খই
আমরা গান গাইবো, নাচবো তা থৈ থৈ
বন্ধুর কাঁধে আয়েশে হাত রেখে
চা খাবো বিস্তর

আমরা চাঁদনি চক যাবো, বইমেলা যাবো
বিজয়ে বৈশাখে গালে বাংলাদেশ আঁকবো

আমরা প্রবল, আমরা দস্যি, আমরা মায়া, আমরা লক্ষি
আমরা দুর্বার, আমরা কলঙ্ক, আমরা মনোহারি
আমরা ভীষণ দুষ্কৃতিকারী।

বেঁধে রাখো -- চোখ, লিঙ্গ দুটাই বাঁধো।

ভিডিও : ‘আমরা দুর্বার - We Are Boundless’

আপনার মন্তব্য

আলোচিত