বিনোদন ডেস্ক

২৯ এপ্রিল, ২০১৫ ০১:৩৭

নৃত্য দিবসে পথিকৃত

১০ জন নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফারকে শ্রদ্ধা জানিয়ে নির্মাণ করা হয়েছে নাচভিত্তিক মিউজিক ভিডিও ‘পথিকৃৎ’। ২৯ এপ্রিল আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে তুরঙ্গমী রেপার্টরি ড্যান্স থিয়েটার এ ভিডিওটি তৈরি করেছে, যা শিগগিরই বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে প্রচারিত হবে।

৫ মিনিট ১০ সেকেন্ড ব্যাপ্তির ‘পথিকৃৎ’ ভিডিওটির সংলাপ, চিত্রনাট্য, কোরিওগ্রাফি, নির্দেশনা ও নৃত্য পরিবেশনা করেছেন পূজা সেনগুপ্ত। চিত্রগ্রহণে ছিলেন আজিমুল হক।

ভিডিওটির মাধ্যমে শ্রদ্ধা জানানো বিশ্বের ১০ জন কোরিগ্রাফার ও নৃত্যশিল্পী হচ্ছেন লুই ফুলার, মারথা গ্রাহাম, রবীন্দ্রনাথ ঠাকুর, উদয় শংকর, রুক্মিণী দেবী, মরিস পেটিপা, বুলবুল চৌধুরী, বিরজু মহারাজ, ইয়াং লাইপিং ও আকরাম খান। ভিডিওটি নির্মাণে পৃষ্ঠপোষকতা করেছে কেএফসি ও পিৎজা হাট।

আপনার মন্তব্য

আলোচিত