০৪ মে, ২০১৫ ০০:২৮
প্রায় এক বছর পর বিজ্ঞাপনের মডেল হলেন নোবেল। মোস্তফা সরওয়ার ফারুকী পরিচালিত রবির এই বিজ্ঞাপনে নোবেলকে ডিজিটাল বস হিসেবে দেখা যাবে। এটাই ফারুকীর সঙ্গে নোবেলের প্রথম কোনো কাজ।
নোবেল গণমাধ্যমকে বলেন, ‘ফারুকীর সঙ্গে এটাই আমার প্রথম কাজ। অনেক পরিশ্রম যেমন করেছি তেমনি আনন্দও পেয়েছি কাজ করতে গিয়ে। অনেক ভাল একটি কাজ হয়েছে।’
আপনার মন্তব্য