বিনোদন ডেস্ক

১৮ এপ্রিল, ২০১৭ ১৭:৩৪

আজান ভালো লাগে প্রিয়াঙ্কা চোপড়ার

মসজিদের মাইকে প্রচারিত আজানের শব্দে ঘুমের ব্যাঘাত ঘটায় এ ব্যাপারে নিজের ক্ষোভ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন দারুণভাবে আলোচিত-সমালোচিত ভারতের জনপ্রিয় সঙ্গীত শিল্পী সনু নিগম। শুধু মসজিদ নয়, সকল উপাসনালয়ে মাইক ব্যবহার বন্ধের দাবি জানিয়ে রোববার (১৬ এপ্রিল) টুইট করেন তিনি। সেখানে প্রশ্ন তোলেন সনু- 'আমি মুসলিম নই, তাহলে কেন আজানের শব্দে আমার ঘুম ভাঙবে?'

এ নিয়ে অনলাইনজুড়ে আলোচনা-সমালোচনা যখন তুঙ্গে, তখন আজান সম্পর্কে দেয়া জনপ্রিয় বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার একটি ভিডিও অনলাইনে ভাইরাল হয়ে গেছে। গত জানুয়ারিয়ে প্রকাশ হওয়া ওই ভিডিওতে আজানের পক্ষে কথা বলেছেন এই বলিউড সুন্দরী।

ভিডিওতে আজানের প্রতি নিজের ভালো লাগার কথা জানিয়েছেন প্রিয়াঙ্কা। আর সেই ভিডিওটি মঙ্গলবার (১৮ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে।

ভিডিওটিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে 'বেওয়াচ' খ্যাত এই অভিনেত্রী বলেন, ভোপালে থাকার সময় তিনি অপেক্ষা করতেন আজান শোনার জন্য। সন্ধ্যার সময় বেশ কয়েকটি মসজিদ থেকে আজানের শব্দ ভেসে আসে। সূর্যাস্তের সেই মুহূর্তটা তার সবচেয়ে প্রিয় বলে জানিয়েছিলেন প্রিয়াঙ্কা।

তিনি বলেন, সারাদিনের শুটিং শেষ করে বিকেলে বাসার ছাদে গিয়ে আজান শোনার জন্য অপেক্ষা করতাম তখন।

সনু নিগমের সমালোচকরা এখন ব্যাপক হারে অনলাইনে শেয়ার করছেন প্রিয়াঙ্কার সেই ভিডিওটি।

আপনার মন্তব্য

আলোচিত