ফয়সাল খলিলুর রহমান

০৩ মে, ২০১৭ ২৩:২১

হাওরের দুর্গত মানুষদের পাশে সঙ্গীতশিল্পী পিন্টু

বড় শিল্পীর অভাব নেই এই দেশে, কিন্তু বড় মানুষের বড় অভাব। পাহাড়ি ঢলে সুনামগঞ্জের হাওরের ফসলহারা দুর্গত মানুষদের পাশে দাঁড়িয়ে মানবতার বড় উদাহরণ তৈরি করলেন সঙ্গীতশিল্পী পিন্টু ঘোষ। ক’দিন আগে চট্টগ্রামের পোর্ট এক্সপোতে গান গাইবার আমন্ত্রণ পান পিন্টু। সেখান থেকে যে পারিশ্রমিক তাকে দেয়া হয়েছে তার অর্ধেক টাকা সুনামগঞ্জের বন্যার্তদের দিয়ে দিয়েছেন তিনি।

পিন্টু বলেন, “গান বড় শক্তিশালী শিল্পমাধ্যম। সিলেটের কয়েকজন বিশ্ববিদ্যালয়ের শিল্পী রাস্তায় গান গেয়ে হাওরের জন্য টাকা সংগ্রহ করেছে। এ ঘটনাটি আমাকে অনুপ্রাণিত করেছে। তাছাড়া গান শুধুমাত্র বিনোদনের উৎস নয়। আমি সকল মানুষের জন্য গান গাই। আগে তো মানুষকে বাঁচতে হবে।”

তিনি আরো বলেন, “বাউল সম্রাট শাহ আবদুল করিম, রাধারমন দত্ত, দূর্বিন শাহ আর হাসন রাজার মতো বড় বড় বাউল শিল্পীদের জন্ম হাওরে। উনারা বেঁচে থাকলে হাওরের এই দুর্দিনে নিশ্চয়ই চুপ করে বসে থাকতেন না।”

পিন্টু বাংলাদেশের সব শিল্পীদের বন্যা দূর্গত হাওরা লের বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে অনুরোধ করেন।

আপনার মন্তব্য

আলোচিত