নিজস্ব প্রতিবেদক

০৬ সেপ্টেম্বর, ২০১৭ ২০:৩১

টেলিফিল্মের দৃশ্য কেটে মাহফুজুরের গানের ভিডিও!

এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানের গানের ভিডিওতে টেলিফিল্মের দৃশ্য কেটে সংযোজনের অভিযোগ উঠেছে। দুবছর আগে তার অভিনীত টেলিফিল্মের দৃশ্য মাহফুজুরের গানের ভিডিওতে জুড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগটি তুলেছেন মডেল ও অভিনেত্রী শানারেই দেবী শানু।

গত সোমবার (৪ সেপ্টেম্বর) রাতে বেসরকারি টেলিভিশন চ্যানেলে এটিএন বাংলায় ‘স্মৃতির আল্পনা আঁকি’ শিরোনামে চ্যানেলটির চেয়ারম্যান মাহফুজুর রহমানের একক সঙ্গীতানুষ্ঠান প্রচারিত হয়। তার গানগুলোতে বিভিন্ন দৃশ্যে মডেল ও অভিনেত্রীদের অভিনয় করতে দেখা যায়। একটি গানে শানুর দৃশ্যও ছিলো।  তবে শানু জানিয়েছেন মাহফুজুরের গানের জন্য তিনি কোন অভিনয়ই করেননি।

ফেসবুকে দেওয়া এক পোস্টে শানু লিখেছেন, ‘আপনাদের মত আমি নিজেও অদ্ভুতভাবে হতবাক হয়েছি এই ঘটনায়। দুইবছর আগে এটি এন বাংলায় প্রচারিত দেবাশীষ বড়ুয়া দীপ এর পরিচালনায় টেলিফিল্ম এর অংশবিশেষ দিয়ে অনুমতি সাপেক্ষ ছাড়া মিউজিক ভিডিও নির্মাণ করার অধিকার কি ক্ষমতার পদাধিকার বলে?’

সিলেটে গ্রুপ থিয়েটার দিয়ে অভিনয় জীবন শুরু করা শানু বলেন,  ‘তীব্র বিরোধিতা জানালাম। কারণ এই কাজটির সাথে আমি চুক্তিবদ্ধ ছিলাম না। আমি দেবাশীষ বড়ুয়া দীপ এর টেলিফিল্ম এ অভিনয় করেছি,উনার গানে নয়। তাহলে আমরা এইসব অভিনয়শিল্পী যারা অজান্তে অনুমতি বিহীন যত্রতত্র আমাদের ইমেজ ব্যবহৃত হচ্ছে সেটার পক্ষে কথা বলা উচিত নয় কি?’

অনুমতি ছাড়া নিজের অভিনীত দৃশ্য ব্যবহার করাকে রীতিমতো ক্রাইম হিসেবে দেখছেন শানু। তবে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার তানজিব-উল আলম বলছেন, ‘এক্ষেত্রে কপিরাইটের ভায়োলেশন না হলেও, মরাল ভায়োলেশন হয়েছে৷’

এটিএন বাংলা মাহফুজুর রহমানের গানের অনুষ্ঠানটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেককে বিরুপ মন্তব্য করতে দেখা। এই অনুষ্ঠান প্রচারের পর টিভি চ্যানেলগুলোর ঈদের অনুষ্ঠানের মান নিয়েও প্রশ্ন তুলেন কেউ কেউ।


 

ভিডিও : ফেসবুক লাইভে শানুর অভিযোগ

আপনার মন্তব্য

আলোচিত