বিনোদন ডেস্ক

০৯ সেপ্টেম্বর, ২০১৭ ২৩:৪৯

সিনেমার শুটিংয়ে ঢাকায় ঋতুপর্ণা

ঢাকাই চলচ্চিত্রের জীবন্ত কিংবদন্তি নায়ক আলমগীর। নয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ অভিনেতা অসংখ্য জনপ্রিয় সিনেমায় অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র নির্মাণও করেছেন। এবার তিনি নির্মাণ করছেন ‘একটি সিনেমার গল্প’ নামে চলচ্চিত্র।  

শনিবার দুপুরের পর বিএফডিসিতে এ সিনেমার মহরতের মাধ্যমে শুটিং শুরু হয়। মহরত অনুষ্ঠানে চলচ্চিত্র ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, উপমহাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী রুনা লায়লা, চিত্রনায়ক আলমগীর, আঁখি আলমীগর, ঋতুপর্ণা সেনগুপ্ত, আরিফিন শুভসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই উপস্থিত ছিলেন।

আলমগীর পরিচালিত এ সিনেমায় আরিফিন শুভর বিপরীতে অভিনয় করছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। এছাড়া আলমগীরও একটি চরিত্রে অভিনয় করছেন। এতে তার বিপরীতে দেখা যাবে চিত্রনায়িকা চম্পাকে। তা ছাড়াও সাবেরী আলমসহ অনেকেই অভিনয় করবেন।

এ সিনেমার গল্পে একজন পরিচালক, একজন নায়ক ও একজন নায়িকার ব্যক্তিজীবন, কর্মজীবন আর এর মাঝে নানা সংকট উঠে আসবে। আলমগীর নিজেই সিনেমাটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন।

আলমগীরের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান আইকন এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত হচ্ছে সিনেমাটি। এফডিসিতে সিনেমাটির টানা ১৫ দিন শুটিং হবে। এরপর দেশের বিভিন্ন স্থানে দৃশ্যায়ন করা হবে বলেও জানান আলমগীর।

গত ২১ মার্চ এসআই টুটুলের স্টুডিওতে এ সিনেমার একটি গানের রেকর্ডিং করা হয়। গানটিতে কণ্ঠ দিয়েছেন আলমগীরের মেয়ে আঁখি আলমগীর। ‘আমারই পৃথিবী তুমি একটাই’ শিরোনামের গানটির কথা লিখেছেন কবির বকুল।

আলমগীর এর আগে ‘নিষ্পাপ’, ‘নির্মম’, ‘বৌমা’, ‘মায়ের দোয়া’ও ‘মায়ের আশীর্বাদ’সহ মোট পাঁচটি চলচ্চিত্র নির্মাণ করেন।

আপনার মন্তব্য

আলোচিত