
২৮ ডিসেম্বর, ২০১৪ ০৭:৩৩
আব্দুল রশিদ সেলিম সালমান খান যার পারিবারিক নাম তিনি
হচ্ছেন প্রেমিক পুরুষ সালমন খান। ধীরে ধীরে পা রাখছেন পঞ্চাশে। ২৭ ডিসেম্বর ছিল তার
৪৯ম জন্মদিন!
জন্মদিনে পরিবারের পক্ষ থেকে পেয়েছেন এক ঝুড়ি প্রিয় স্ট্রবেরি। বোন অর্পিতা কেক
কেটে খাইয়ে দিয়েছেন ভাইকে। আর বলিউডের বিশাল পরিবারের পক্ষ থেকে তো একের পর এক
শুভেচ্ছা বাণীতে স্নাত হচ্ছেনই। কিন্তু কী সেই জাদুমন্ত্র, যার কারণে বাকি দুই
খানের চেয়ে একটু আলাদা করা যায় তাঁকে? কেউ জানে না অথচ তিনি ট্রাইজেমিনাল নিউরালজিয়া নামে মুখের পেশীর এক রোগে আক্রান্ত। বলা
হয়ে থাকে এটি সবচেয়ে শারিরীক ব্যাথাসৃষ্টিকারী রোগগুলোর মধ্যে একটি। তবু এগিয়ে যাচ্ছেন তাঁর
মতো করে।
বলিউডের অন্যতম সফল এই অভিনেতা প্রমাণ করেছেন
তিনি আসলেই তাঁর সময়ে অনন্য। ব্যক্তি জীবনে প্রেমিক পুরুষ বলে আলোচিত হলেও সবচেয়ে
মজার তথ্য হলো পর্দায় কখনও অন্তরঙ্গ
দৃশ্যে অভিনয় করেননি সালমান। এমনকি কখনও কোনো নায়িকাকে চুমুও খাননি।
আপনার মন্তব্য