সিলেটটুডে ডেস্ক

২৬ ডিসেম্বর, ২০১৯ ১৯:৪৫

৫৬ বছরে পা দিল বাংলাদেশ টেলিভিশন

৫৬ বছরে পা দিয়েছে বাংলাদেশের সরকারি চ্যানেল বাংলাদেশ টেলিভিশন।

১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর স্থাপিত বাংলাদেশ টেলিভিশন দর্শকের কাছে বিটিভি নামেই বেশি পরিচিত।

বুধবার (২৫ ডিসেম্বর) ৫৫ পেরিয়ে ৫৬ বছরে পা রেখেছে এই চ্যানেলটি। ঢাকার ডিআইটি ভবনে (বর্তমান রাজউক ভবন) তৎকালীন পাকিস্তান টেলিভিশন করপোরেশনের ঢাকা কেন্দ্র উদ্বোধন করা হয়। স্বাধীনতার পর এর নাম রাখা হয় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। শুরুতে বিটিভি ছিল সাদাকালো। ১৯৮০ সালে এটি রঙিন জগতে প্রবেশ করে।

বিশেষ এই দিনটিকে ঘিরে বিটিভিতে সম্প্রচার হয় বেশ কিছু অনুষ্ঠান। যার মধ্যে অন্যতম ‘পপ টিউন’। অনুষ্ঠানটি সাজানো হয়েছে বিটিভির জন্মলগ্ন থেকে এ পর্যন্ত জনপ্রিয় পপসংগীতগুলো নিয়ে। এতে সংগীত পরিবেশন করেন ফেরদৌস ওয়াহিদ, ফকির আলমগীর, কাজী হাবলু, নাসিম আলী খান, মেহরীন, রমা, লুমিন, সুমন, সুজন আরিফ, সাব্বির ও রুমন।

অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধান করেন বিটিভি’র পরিচালক (অনুষ্ঠান ও পরিকল্পনা) জগদীস এষ।

আপনার মন্তব্য

আলোচিত