সিলেটটুডে ডেস্ক

০৮ জানুয়ারি, ২০২০ ২০:৩৮

৭৭তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের বিজয়ী তালিকা

গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের ৭৭তম আসরের বিজয়ী তালিকা ঘোষণা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বেভারলি হিলটন হোটেলে ৫ জানুয়ারি রাতে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এ তালিকা গশনা দেয়া হয়। অনুস্টান উপস্থাপনা করেন ব্রিটিশ অভিনেতা রিকি গারভেইস। পঞ্চমবার এই দায়িত্ব পালন করলেন তিনি।

টিভি ও চলচ্চিত্রে সেরা কাজের স্বীকৃতি দিতে গোল্ডেন গ্লোব পুরস্কার প্রদান শুরু হয় ১৯৪৪ সালে। হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন এর আয়োজন করে থাকে। এবার ২০১৯ সালের চলচ্চিত্র ও টেলিভিশন মিলিয়ে ২৭টি বিভাগে পুরস্কার দেওয়া হয়েছে।

এক নজরে ৭৭তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস এর তালিকা-

চলচ্চিত্রে সেরা
চলচ্চিত্র (ড্রামা): নাইনটিন সেভেনটিন (ইউনিভার্সাল পিকচার্স)
অভিনেত্রী (ড্রামা): রেনে জেলওয়েগার (জুডি)
অভিনেতা (ড্রামা): ওয়াকিন ফিনিক্স (জোকার)
চলচ্চিত্র (মিউজিক্যাল অথবা কমেডি): ওয়ান্স আপন অ্যা টাইম ইন...হলিউড (সনি পিকচার্স)
অভিনেত্রী (মিউজিক্যাল অথবা কমেডি): অকোয়াফিনা (দ্য ফেয়ারওয়েল)
অভিনেতা (মিউজিক্যাল অথবা কমেডি): টেরন এজারটন (রকেটম্যান)
অ্যানিমেটেড ছবি: মিসিং লিংক
বিদেশি ভাষার ছবি: প্যারাসাইট (দক্ষিণ কোরিয়া)
পার্শ্ব অভিনেত্রী: লরা ডার্ন (ম্যারেজ স্টোরি)
পার্শ্ব অভিনেতা: ব্র্যাড পিট (ওয়ান্স আপন অ্যা টাইম ইন...হলিউড)
পরিচালক: স্যাম মেন্ডেস (নাইনটিন সেভেনটিন)
চিত্রনাট্যকার: কোয়েন্টিন টারান্টিনো (ওয়ান্স আপন অ্যা টাইম ইন...হলিউড)
আবহসংগীত: জোকার (হিলদুর গুনাডট্টির)
মৌলিক গান: আই’ম গনা লাভ মি অ্যাগেইন (রকেটম্যান, স্যার এলটন জন ও বার্নি টাউপিন)
আজীবন সম্মাননা (সেসিল বি. ডিমিলে অ্যাওয়ার্ড): টম হ্যাঙ্কস

 

টেলিভিশনে সেরা
টিভি সিরিজ (ড্রামা): সাকসেশন (এইচবিও)
টিভি সিরিজ অভিনেত্রী (ড্রামা): অলিভিয়া কোলম্যান (দ্য ক্রাউন)
টিভি সিরিজ অভিনেতা (ড্রামা): ব্রায়ান কক্স (সাকসেশন)
টিভি সিরিজ (মিউজিক্যাল অথবা কমেডি): ফ্লিব্যাগ (অ্যামাজন)
টিভি সিরিজ অভিনেত্রী (মিউজিক্যাল অথবা কমেডি): ফিবি ওয়ালার-ব্রিজ (ফ্লিব্যাগ)
টিভি সিরিজ অভিনেতা (মিউজিক্যাল অথবা কমেডি): রামি ইউসেফ (রামি)
মিনি সিরিজ অথবা টেলিভিশনের জন্য নির্মিত চলচ্চিত্র: চেরনোবিল (এইচবিও)
অভিনেত্রী (মিনি সিরিজ অথবা টিভি মুভি): মিশেল উইলিয়ামস (ফসি/ভার্ডন)
অভিনেতা (মিনি সিরিজ অথবা টিভি মুভি): রাসেল ক্রো (দ্য লাউডেস্ট ভয়েস)
পার্শ্ব অভিনেত্রী: প্যাট্রিসিয়া আর্কেট (দ্য অ্যাক্ট)
পার্শ্ব অভিনেতা: স্টেলান স্কার্সগার্ড (চেরনোবিল)
আজীবন সম্মাননা (ক্যারল বার্নেট অ্যাওয়ার্ড): এলেন ডিজেনারেস

আপনার মন্তব্য

আলোচিত