সিলেটটুডে ডেস্ক

১২ জানুয়ারি, ২০২০ ১৮:২৭

ক্রিকেটারের ভূমিকায় আনুশকা শর্মা

ক্রিকেটার হিসেবে রূপালি পর্দায় হাজির হচ্ছেন আনুশকা শর্মা। সেখানে ভারতের মহিলা পেসার ঝুলন গোস্বামীর ভূমিকায় দেখা যাবে তাকে। প্রমীলা এই কিংবদন্তিকে নিয়ে নির্মিত হচ্ছে বায়োপিক। আগামী সপ্তাহে কলকাতার ইডেনে এর শুটিং শুরু হবে।

স্বামী বিরাট কোহলি ভারতীয় জাতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন। ক্রিকেট খেলার ভক্ত আনুশকা শর্মা নিজেও। এবারই প্রথম তাকে ক্রিকেটার এর ভূমিকায় দেখা যাবে।

ঝুলনকে নিয়ে এ চলচ্চিত্রের ঘোষণা এসেছিল ২০১৮ সালে। এর নামকরণ করা হয়েছিল ‘চাকদহ এক্সপ্রেস’। পরিচালনায় থাকার কথা ছিল সুশান্ত দাসের। তিনি এখন আর এর সঙ্গে যুক্ত নেই। চলচ্চিত্র কর্তৃপক্ষও নতুন নির্মাতার নাম এখনও ঘোষণা করেনি।

ছোটবেলায় চাকদহ থেকেই ক্রিকেটার হওয়ার যাত্রা শুরু হয়েছিল ঝুলনের। ভিড় ট্রেনে কলকাতায় অনুশীলন করতে আসতে হত। এমনকি ভারতের হয়ে খেলার সময়েও চাকদহ থেকে লোকাল ট্রেনে যাওয়া-আসা করেছেন ঝুলন। ভারতীয় ক্রিকেটের অন্যতম প্রমীলা এই তারকা ১০ টেস্ট, ১৮২ ওডিআই ও ৬৮ টি-টোয়েন্টি খেলে পেয়েছেন ৩২১ উইকেট।

সিনেমায় ঝুলনের সংগ্রাম ও ক্রিকেট জীবন মূলত উঠে আসবে।

আপনার মন্তব্য

আলোচিত