
০৩ ফেব্রুয়ারি , ২০২০ ১৪:২৫
রোহান ও মিম অভিনীত ‘পরাণ’ ছবির টিজার প্রকাশ পেয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) নির্মাতা রায়হান রাফি পরিচালিত ‘পরাণ’ সিনেমার টিজার প্রকাশ হয়। ইউটিউবে প্রকাশের ২ ঘণ্টার মাথায় ২০ লক্ষবার দেখা হয়েছে ভিডিওটি।
এতে উঠে এসেছে ত্রিভুজ প্রেমের গল্প। প্রশংসা পাচ্ছে শরিফুল রাজের বেশভূষা-উপস্থিতি। অন্যদিকে ছবির নায়িকা বিদ্যা সিনহা মিম ও নায়ক ইয়াশ রোহানের অভিনয়েও ভালো নম্বর পাচ্ছে দর্শকের কাছে।
শরিফুর রাজ বলেন, আমি চ্যালেঞ্জ নিতে চাই। ‘পরাণ’ ছবিটি আমাকে সেই ঠিকঠাক চ্যালেঞ্জ দিয়েছে। বাকি দর্শক দেখুক। তবে সবাই প্রশংসা করছে দেখে ভালো লাগছে।
রায়হান রাফি পরিচালিত তৃতীয় ছবি ‘পরাণ’। নির্মাতা জানান, ছবির শুটিং শেষ। ময়মনসিংহে টানা ৩১ দিন শুটিং করে ক্যামেরা ক্লোজ করা হয়। বর্তমানে পোস্টের কাজ চলছে।
ছবিটি প্রযোজনা করেছে লাইভ টেকনোলজিস। চিত্রনাট্য করেছেন শাহজাহান সৌরভ ও রায়হান রাফি। সংগীত পরিচালক নাভেদ পারভেজ ও ইমন চৌধুরী।
আপনার মন্তব্য