বিনোদন ডেস্ক

২৮ মার্চ, ২০২০ ২১:২১

করোনা ঠেকাতে দেবের ১ কোটি রুপি অনুদান

ভারতে মহামারি আকারে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।করোনার প্রাদুর্ভাব রুখতে তারকা থেকে বিভিন্ন পর্যায়ের মানুষ বিভিন্নভাবে সহায়তা করছেন ত্রাণ তহবিলে।

এমন ভয়ঙ্কর পরিস্থিতি সামাল দিতে নিজের নির্বাচনী এলাকা ঘাটালের জনসাধারণের পাশে দাঁড়ালেন কলকাতার জনপ্রিয় সাংসদ-অভিনেতা দেব। চিকিৎসা পরিষেবায় আরও উন্নতি ঘটাতে ১ কোটি রুপি দিয়ে নজির গড়লেন তিনি। খবর এনডিটিভির

এ বিষয়ে দেবের ভাষ্য, করোনাভাইরাসের জেরে পশ্চিমবঙ্গ এমনকী গোটা বিশ্ব কাঁপছে। এই সংকট থেকে বাঁচার একমাত্র উপায় হলো উন্নত চিকিৎসা ব্যবস্থা। সেই কারণেই ঘাটালের মানুষেরা যাতে সঠিক চিকিৎসা পান, সেকথা মাথায় রেখে এভাবেই পাশে দাঁড়ালেন তিনি। সাংসদের আরও ইচ্ছে, এই অর্থে গড়া হোক আরও কোয়ারান্টাইন সেন্টার, আইসোলেশন ওয়ার্ড সেখানকার হাসপাতালে। একই সঙ্গে বিতরণ করা হোক মাস্ক,স্যানিটাইজার। যাতে সবাই সুস্থ থেকে একসঙ্গে লড়তে পারেন রোগের বিরুদ্ধে।

এর আগে আরও দুই সাংসদ মিমি চক্রবর্তী এবং নুসরাত জাহানও তাদের নির্বাচনী এলাকার মানুষদের পাশে দাঁড়িয়ে বিতরণ করেছেন মাস্ক, স্যানিটাইজার।

আপনার মন্তব্য

আলোচিত