সিলেটটুডে ডেস্ক

০৬ মে, ২০২০ ২২:৪২

বালিশ দিয়ে শরীর ঢাকার যে চ্যালেঞ্জে সেলিব্রেটিরা

করোনাভাইরাস সংক্রমণ থেকে বাঁচতে ঘরবন্দি থাকতে হচ্ছে বিশ্বের অধিকাংশ দেশের মানুষকে। ঘরে বসে সময় কাটানোর অন্যতম জায়গা হয়ে দাঁড়িয়েছে সোশ্যাল মিডিয়া। প্রায় প্রতি দিনই সেখানকার বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ছে নানা চ্যালেঞ্জ। সে রকমই কোয়রান্টিন পিলো চ্যালেঞ্জ এখন ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়।

বিজ্ঞাপন

নেটিজেনরা সেই চ্যালেঞ্জ গ্রহণ করে তা করে দেখিয়ে সেই ছবি পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়। সঙ্গে দিচ্ছেন কোয়রান্টিন পিলোচ্যালেঞ্জ হ্যাশট্যাগ।

সেই চ্যালেঞ্জের অংশ হিসাবে নেটিজেনরা পরছেন না কোনও পোশাক। শরীর ঢাকছেন কেবল মাত্র একটি বালিশ দিয়ে! সেই বালিশকে তারা গায়ের সঙ্গে জড়িয়ে রাখছেন বেল্ট বা রিবন দিয়ে। তারপর সেই অবস্থার ছবি পোস্ট করছেন। যদিও পোশাক না থাকলেও ঘড়ি, জুতো, সানগ্লাস, ব্যাগের মতো অ্যাক্সেসরিজ নিয়ে লুকের বৈচিত্র আনছেন অনেকে।

শুরু করেন ব্রিটিশ তারকা অ্যানি হ্যাথওয়ে। নীল আর সাদা বালিশ কোমরে বেঁধে তৈরি করেছেন গাউন। ইন্সটাগ্রামে সঙ্গে সঙ্গে ঝড় তুলেছে এই ট্রেন্ড।

পিছিয়ে নেই ভারতীয় তারকারাও। চ্যালেঞ্জ নিয়েছেন নেহা কাক্কাড়, পায়েল রাজপুতের মতো সেলিব্রেটিরাও।

আপনার মন্তব্য

আলোচিত