ওয়েব ডেস্ক

০৯ জুন, ২০১৬ ০৯:৪৫

সরকারি কর্মচারীদের ইন্টারনেট নিষিদ্ধ

নিরাপত্তার কারণে সিঙ্গাপুরে সরকারি কর্মকর্তাদের কম্পিউটার থেকে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হবে।

বুধবার দেশটির সরকার এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। আগামী বছর সরকারের সিদ্ধান্তটি কার্যকর হবে।

স্থানীয় দৈনিক দ্য স্টেইটস টাইমসে দাবি করা হয়েছে, এই কারণে দেশটি লক্ষাধিক কম্পিউটার ইন্টারনেটবিহীন হবে। তবে সরকারের প্রযুক্তি উন্নয়নবিষয়ক প্রতিষ্ঠান আইডিএ জানায়, এই কারণে যোগাযোগে কোনো সমস্যা হবে না।

নির্দিষ্ট সংখ্যক সরকারি কর্মকর্তার কর্মক্ষেত্রের কম্পিউটার থেকে ইন্টারনেট সংযোগ সরিয়ে নেয়ার কাজ এরই মধ্যে শুরু হয়েছে। এক বছরের মধ্যে সব কর্মকর্তার জন্যই এমন ব্যবস্থা চালু হবে।

আপনার মন্তব্য

আলোচিত