সিলেটটুডে ডেস্ক

১৮ জুন, ২০১৬ ১৬:৪৭

যেভাবে এসএমএস পাঠাবেন ফেসবুক মেসেঞ্জার থেকে

মেসেঞ্জার অ্যাপ্লিকেশনে এসএমএস সুবিধা চালু করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীরা এ সুবিধা পাচ্ছেন। অ্যান্ড্রয়েড ফোনে মেসেঞ্জার অ্যাপটি ইনস্টল করা থাকলে তা ব্যবহার করে এসএমএস আদান-প্রদান করা যাবে।

এক পোস্টে ফেসবুক কর্তৃপক্ষ বলেছে, আমরা আশা করি নতুন এই সুবিধা সব বার্তাকে এক জায়গায় এনে দেবে। এতে মেসেজ আদান-প্রদান আরও সহজ হবে।

মেসেঞ্জার চালু করে সেটিংসে (ব্যক্তি চিহ্ন) যান এবং তালিকা থেকে "SMS" নির্বাচন করে Default SMS app চালু করে দিন। এবার মেসেঞ্জার থেকে এসএমএস দেখা ও উত্তর দেওয়া সম্ভব হবে। এসএমএস বার্তাগুলো কমলা রঙের হবে আর মেসেঞ্জারের বার্তাগুলো হবে নীল রঙের।

মেসেঞ্জারের এসএমএস টেক্সটের পাশাপাশি ছবি, ভিডিও, অডিওসহ স্টিকারস, ইমোজি ও লোকেশন শেয়ারিং বিষয়টি সমর্থন করবে।

জিআইএফ, ভয়েস কল কিংবা ভিডিও কল করতে মেসেঞ্জার ব্যবহার করতে হবে। মেসেঞ্জারের এসএমএস গুলো ফেসবুক সার্ভারে সংরক্ষিত থাকে না। প্রচলিত এসএমএসের মতো কাজ করবে বলে এগুলো আদান-প্রদানে যথারীতি খরচ করতে হবে।
তথ্যসূত্র: ফেসবুক

আপনার মন্তব্য

আলোচিত