অনলাইন ডেস্ক

২৩ জুন, ২০১৬ ০১:০৬

রোগের লক্ষণ ও উপসর্গের তথ্য জানাবে গুগল

বিভিন্ন রোগের লক্ষণ ও উপসর্গের তথ্য জানাবে গুগল। এ জন্য নিজেদের আইওএস এবং অ্যানড্রয়েড অ্যাপে ‘সিম্পটম সার্চ’ নামের নতুন ফিচার চালু করতে যাচ্ছে গুগল। ফিচারটিতে শারীরিক সমস্যার উপসর্গ লিখে সার্চ করলেই সম্ভাব্য রোগের পাশাপাশি একই ধরনের অন্য রোগের উপসর্গের তথ্য জানা যাবে। মাথা ব্যথার মতো ছোটখাটো সমস্যার ঘরোয়া সমাধান দেওয়ার পাশাপাশি উপসর্গ বুঝে প্রয়োজনে চিকিৎসকের কাছে যাওয়ারও পরামর্শ দেবে গুগল।

বর্তমানে গুগলে সার্চ করেও বিভিন্ন রোগের উপসর্গ জানার সুযোগ মিলে থাকে। কিন্তু সার্চ রেজাল্টে একই বিষয়ে একাধিক ফলাফল প্রদর্শনের কারণে অনেকেই বিভ্রান্তিতে পড়েন।

সূত্র : দ্য ভার্জ

আপনার মন্তব্য

আলোচিত