সিলেটটুডে ডেস্ক

০৯ আগস্ট, ২০১৬ ১৩:৫১

বন্ধ হয়ে গেলো বহুল আলোচিত ‘টরেন্টজ ডটকম’

বিশ্ব জুড়ে টরেন্টজ ব্যবহারকারীদের মধ্যে শোক নেমে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

টরেন্টজ নামের সার্চ ইঞ্জিনটি পেরিয়ে এসেছে ১৩ বছর। আর এই ১৩ বছরের মাথাতেই আগাম কিছু না জানিয়েই টরেন্টজ বন্ধ করেছে তার সাইটের কার্যক্রম। এই মুহূর্তে টরেন্টজের পেজ খুললে দেখা যাচ্ছে তার চিরচেনা চেহারা। কিন্তু কোনও কিছু সার্চ দিলে কোনো ফল দেখাচ্ছে না।

একটু নজর করলে দেখা যাচ্ছে, সেখানে একটি বিজ্ঞপ্তি  লেখা রয়েছে, 'টরেন্টজ ওয়াজ আ ফ্রি, ফাস্ট অ্যান্ড পাওয়ারফুল মেটা সার্চ ইঞ্জিন কম্বাইনিং রেজাল্টস ফ্রম ডজনস অফ সার্চ ইঞ্জিনস'। তার পরে সেখানে ক্লিক করলে ফুটে উঠছে মর্মস্পর্শী বিদায়বাণী- 'টরেন্টজ উইল অলওয়েজ লাভ ইউ। ফেয়ারওয়েল'।

গত ১৩ বছর ধরে বিশ্বের কোটি কোটি মানুষের সামনে সিনেমা, সংগীত, গেম, ই-বুক এর দুনিয়াকে অবারিত রেখেছে টরেন্টজ। পাইরেসি কি পাইরেসি নয়, এই নৈতিক ভুলভুলাইয়ায় না ঢুকেই আস্বাদ পাওয়া যেত শিল্প সংগীতের অকূল দরিয়ার।

হঠাৎ করেই কেন এই বিপর্যয় ঘটল এই বিষয়ে কেউই কোনও আলোকপাত করতে পারছেন না এখনও পর্যন্ত। কিছুদিন আগে বন্ধ হয়েছে কিকঅ্যাস টরেন্ট সাইটটি। পাইরেসির অভিযোগে গ্রেফতার হয়েছেন এর কর্মকর্তা। এবারে`বন্ধ`হল টরেন্ট জগতের সদর দরজাও।

আপনার মন্তব্য

আলোচিত