সিলেটটুডে ডেস্ক

২১ আগস্ট, ২০১৬ ২০:২৮

এবার গ্রামীণফোনের নম্বর শুরু হবে ০১৩ দিয়ে

০১৭ এর পাশাপাশি নতুন করে ০১৩ নম্বরের সিরিজ পেয়েছে গ্রামীণফোন।

‘০১৭’ সিরিজের প্রায় ১০ কোটি নম্বর শেষ হয়ে আসছে জানিয়ে গত বছর নতুন সিরিজের আবেদন জানিয়েছিল গ্রামীণফোন।

বিটিআরসি চেয়ারম্যান শাহজাহান মাহমুদ জানিয়েছেন, শর্ত সাপেক্ষে তাদের নম্বরের নতুন সিরিজ অনুমোদন দেওয়া হয়েছে।

বিটিআরসি চেয়ারম্যান  বলেন, আজ (রবিবার) কমিশনের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। কিছু শর্ত সাপেক্ষে একটি নতুন নম্বর সিরিজ গ্রামীণফোনকে দেওয়া হয়েছে।

বিটিআরসির হিসাবে, গত জুন মাস নাগাদ গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা ছিল ৫ কোটি ৬৯ লাখের মতো। এসময় বাংলাদেশে মোবাইল ফোনের মোট গ্রাহক সংখ্যা ছিল ১৩ কোটি ১৩ লাখ ৭৬ হাজার।

জাতীয় নম্বর পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশে মোবাইল ফোন অপারেটরদের নম্বর সিরিজ ০১ দিয়ে শুরু হয়। এর মধ্যে গ্রামীণফোন ‘০১৭’,  সিটিসেল ‘০১১’, টেলিটক ‘০১৫’, এয়ারটেল ‘০১৬’, রবি ‘০১৮’ ও বাংলালিংক ‘০১৯’ নম্বর সিরিজ ব্যবহার করে।

আপনার মন্তব্য

আলোচিত