সিলেটটুডে ওয়েব ডেস্ক

১২ অক্টোবর, ২০১৬ ১৬:০২

বাংলাদেশের জন্য বিশেষ পরিকল্পনা করছে ফেসবুক

বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলো যেনো তাদের ব্যবসায়ীক শাখা-প্রশাখা এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ছড়িয়ে দিতে পারে, সে লক্ষ্যে বিশেষ পরিকল্পনা নিয়ে এগোচ্ছে ফেসবুক। এ কথা জানিয়েছেন ফেসবুকের আঞ্চলিক অফিস সিঙ্গাপুরের জ্যেষ্ঠ মিডিয়া রিলেশনশিপ অফিসার ফার্গস হেয়ার।

ফার্গস হেয়ার এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ফেসবুকের ক্রিয়েটিভ শপের পরিচালক হিসেবে বিশেষ দায়িত্ব পালন করছেন।

ফার্গস জানান, ফেসবুক এমন কিছু কন্টেন্ট তৈরি করছে, যেগুলো সেকেন্ড জেনারেশন (টুজি) ফোনে সহজে সাপোর্ট করবে। এটা বাংলাদেশের মানুষেরও বেশ কাজে আসবে। কেননা, বাংলাদেশের অধিকাংশ মানুষই এমন ফোন ব্যবহার করেন। আমাদের এই সাপোর্ট অনেক কম দামের ফোনেও পাওয়া যাবে। যা মার্কেটিংয়ের লোকদের উপকারে আসবে বলে আমরা মনে করছি।

তিনি বলেন, বাংলাদেশের প্রায় ১১ কোটি মানুষের হাতে মোবাইল ফোন রয়েছে। আপনাকে নিয়ে যতো আলোচনা হবে, বাজারে আপনার অবস্থান ততো ভালো হবে।

ফার্গস আরো বলেন, বাংলাদেশে ৬ কোটি ৩৩ লাখ অ্যাকটিভ ইন্টারনেট ব্রাউজার রয়েছেন, যাদের মধ্যে ৬ কোটিই মোবাইল ফোনের সাহায্যে ইন্টারনেট ব্যবহার করছেন। এটা মনে রাখবেন, ফেসবুক যখনই কোনো প্রোডাক্ট বাজারে আনে, সেটা যেনো সব ধরণের মোবাইল ফোনে ব্যবহার উপযোগী হয় তাও পরীক্ষা করে দেখা হয়।

আপনার মন্তব্য

আলোচিত