সিলেটটুডে ডেস্ক

১৩ অক্টোবর, ২০১৬ ২২:১৫

‘আইটিউনস ও প্লেস্টোরে যুক্ত হচ্ছে নগ্নতামুক্ত প্লেবয়’

প্রথমবারের মতো অ্যাপল ও গুগল প্লেস্টোরে ডিজিটাল সাবসক্রিপশনের সুবিধা আনছে প্লেবয় ম্যাগাজিন।

ডিজিটাল দুনিয়ায় প্লেবয়ের এই সংস্করণ হবে সম্পূর্ণ নগ্নতা মুক্ত। নতুন প্রজন্মের মন জয় করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে আইকনিক এই ব্র্যান্ড।

প্লেবয় এন্টারপ্রাইজেসের প্রধান পরিচালন ও আর্থিক কর্মকর্তা ডেভিড ইসরায়েল বলেন, ‘এ বছরের শুরু থেকে প্লেবয় ম্যাগাজিনের জন্য একেবারে নতুন লক্ষ্য নির্ধারণ করা হয়। আমাদের বণ্টনকারী চ্যানেলগুলোকে অনেক শক্তিশালী করে বাড়ানো হয়েছে। এর মধ্যে প্রচলিত ও ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্মে আরও বেশি করে দেখার সুযোগ বাড়ানো হচ্ছে। আইটিউনস ও গুগল প্লেস্টোরে প্লেবয়কে যুক্ত করা গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’

পঞ্চাশের দশকে লাইফস্টাইলের প্রচলিত ধারণা ভেঙে সাহসী ছবি প্রকাশের মাধ্যমে যাত্রা শুরু হয় প্লেবয়ের। এ বছরের মার্চে সম্পূর্ণভাবে প্লেবয় প্রকাশের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। পৃথিবীর বিখ্যাত ব্যক্তিদের সাক্ষাৎকার প্রকাশের জন্যও খ্যাতি পেয়েছে ম্যাগাজিনটি।
তথ্যসূত্র: এএফপি

আপনার মন্তব্য

আলোচিত