সিলেটটুডে ডেস্ক

২৭ অক্টোবর, ২০১৬ ১৬:৫৮

প্রযুক্তির সমাবেশে সিলিকন ভ্যালিতে ফ্যাশন শো

বিশ্বের যেকোনো প্রান্তে, সব সময়ই কোনো না কোনো ফ্যাশন সপ্তাহ চলছে। সিডনি, ইস্তাম্বুল, দুবাই, সিউল, মস্কো, টরন্টো, কোপেনহেগেন কিংবা লাগোসের মতো শহরগুলোর জন্য ব্যাপারটা খুবই স্বাভাবিক।

কিন্তু সেটা যদি হয় সিলিকন ভ্যালিতে, তবে কিছুটা খটকা লাগেই। মজার ব্যাপার হলো, ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরটিতে তিন দিনের এই বার্ষিক ফ্যাশন উইক অনুষ্ঠিত হয়েছে। তাও আবার দ্বিতীয়বারের মতো।

‘সিলিকন ভ্যালি ফ্যাশন উইক’-এ ফ্যাশনে প্রযুক্তির সমাবেশ বিশেষত পরিধেয় প্রযুক্তি দেখানো হয়। যেমন অ্যালিসন লুইস নামের এক ফ্যাশন ডিজাইনার তিনটি পণ্য দেখিয়েছেন। যার একটি হলো এলইডি বাতিওয়ালা চামড়ার হ্যান্ডব্যাগ। এই এলইডিগুলোর আলো আবার একটি অ্যাপের মাধ্যমে পুনর্বিন্যাস করা যায়। একই বৈশিষ্ট্যের টি-শার্টও দেখান তিনি। এ ছাড়া একটি পোশাক দেখানো হয়েছে, যা পরিধানকারীর হৃৎস্পন্দনের সঙ্গে বাতি জ্বলে ওঠে।

এমনই অনেক পরিধেয় প্রযুক্তিপণ্য সিলিকন ভ্যালি ফ্যাশন সপ্তাহে দেখানো হয়েছে। শুধু প্রযুক্তিমনারা নয়, যে কেউ ২০ ডলারের বিনিময়ে প্রবেশের সুযোগ পেয়েছেন। এ বছর প্রায় ৩০টি ব্র্যান্ড অংশ নেয়।
সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস

আপনার মন্তব্য

আলোচিত