সিলেটটুডে ডেস্ক

২৯ নভেম্বর, ২০১৬ ১৬:৪৬

হোয়াটসঅ্যাপের ভাইরাসযুক্ত মেসেজ থেকে সাবধান!

বন্ধুকে বিশ্বাস করতে পারেন, কিন্তু বন্ধুর হোয়াটসঅ্যাপ থেকে আসা সব মেসেজে বিশ্বাস করবেন না। বন্ধুর হোয়াটসঅ্যাপ থেকে ভাইরাসযুক্ত একটি মেসেজ আসতে পারে, যাতে ক্লিক করলে সাইবার হামলার ঝুঁকি তৈরি হয়।

সম্প্রতি হোয়াটসঅ্যাপে এমন একটি ভাইরাসযুক্ত লিংক ছড়িয়েছে, যাতে ক্লিক করলে তা বন্ধুদের মধ্যে ছড়িয়ে পড়ছে। ঝুঁকিপূর্ণ এই লিংকটির মাধ্যমে হোয়াটসঅ্যাপের নিরাপত্তা ভেঙে ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিতে পারে সাইবার দুর্বৃত্তরা।

এমনই একটি লিংক হচ্ছে ভিডিও কলিং গ্রুপ ফিচার ডাউনলোডের আমন্ত্রণ। দুর্বৃত্তরা আমন্ত্রণ করার জন্য একটি লিংক পাঠাচ্ছে এবং ব্যবহারকারীকে ওই লিংকে ক্লিক করে ফোনে ভিডিও কলিং ফিচার ডাউনলোডের জন্য পরামর্শ দিচ্ছে। তাদের পরামর্শ শুনলে ব্যক্তিগত তথ্য তাদের হাতে চলে যাবে।

ওই লিংকে বলা হচ্ছে, আপনাকে হোয়াটসঅ্যাপ ভিডিও কলিং ফিচার ব্যবহারে আমন্ত্রণ। যাঁরা এ আমন্ত্রণ পাচ্ছেন, তাঁরাই কেবল এটি ডাউনলোড করতে পারবেন। ব্যবহারকারী ওই লিংকে ক্লিক করলে তা আরও বন্ধুকে এ আমন্ত্রণ পাঠাতে বলছে।

এ ধরনের লিংকে ক্লিক করা থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
তথ্যসূত্র: জিনিউজ

আপনার মন্তব্য

আলোচিত