সিলেটটুডে ডেস্ক

১৭ নভেম্বর, ২০১৯ ১৯:৫২

ফাইভ-জি ফোন নিয়ে আসছে শাওমি

স্মার্টফোন নির্মাতা প্রতিস্টান শাওমি ফাইভ-জি ফোন নিয়ে আসছে বাজারে।

শাওমির প্রধান নির্বাহী লেই জুন বলেছেন, ২০২০ সালে শাওমির ২৮৫ ডলারের উপরের দামের সব ফোন হবে ফাইভ-জি সমর্থিত। আগমী বছরের প্রথমার্ধে ফাইভ-জি প্রযুক্তি সম্বলিত অন্ততঃ ১০টি মডেল ফোন তিনি বাজারে আনবেন।

সংবাদ মাধ্যমে জানানো হয়, বর্তমানে বাজরে শাওমির অল্পকিছু মডেল ফাইভ-জি সাপোর্ট করে। এরমধ্যে শাওমি এমআই মিক্স ৩ ও চারপাশে মোড়ানো শাওমি এমআই মিক্স আলফা উল্লেখযোগ্য।

তবে শাওমি ইতোমধ্যে ফাইভ-জি+এআইওটি স্ট্র্যাটেজি বাজারে এনেছে। মূলত এআইওটি অর্থাৎ ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অফ থিংস’ সেবাটির গ্রহণযোগ্যতা এবং উৎকর্ষ বাড়ানোর জন্যই প্রযুক্তিটি এখন বাজারে আনা।

আপনার মন্তব্য

আলোচিত